রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি, 21 নভেম্বর অবধি আবেদন চলবে

State Public Service Commission recruitment 2023

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরে ডিরেক্টর নিয়োগ করা হবে।

কমিশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 12/2023

নোটিশ প্রকাশের তারিখ- 16.10.2023

যে পদে নিয়োগ হবে

ডিরেক্টর, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট / DIRECTOR, CULTURAL RESEARCH INSTITUTE

শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

Anthropology অথবা Sociology অথবা Economics অথবা Political Science বিষয়ে ডক্টোরাল ডিগ্রি থাকতে হবে। সাথে দশ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

এখানে বয়সের ঊর্দ্ধসীমা 45 রাখা হয়েছে। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

মাসিক বেতন

2019 সালের WBS(ROPA) এর লেভেল 19 হিসেবে মাসিক 95,100 থেকে 1,48,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। সব শেষে, প্রার্থীদের আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে কেবলমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের জন্য এখানে আবেদন মূল্য বাবদ 210 টাকা ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • এখানে এখনও আবেদন শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হবে- 31/10/2023 
  • আবেদন করার শেষ দিন – 21/11/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 হিন্দুস্থান সল্ট লিমিটেডে অনেকগুলি পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 WBPSC এর মাধ্যমে SC, ST, OBC দপ্তরে চাকরি! মাসিক বেতন,আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, 20 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 UPSC এর মাধ্যমে অনেকগুলি পদে চাকরি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous article17710 শূন্যপদে কেন্দ্রীয় শ্রম দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি
Next articleWB Primary Teacher Recruitment: ৫৮ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে হবে! হাইকোর্টের নির্দেশ, বিস্তারিত আপডেট দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here