যে সকল চাকরিপ্রার্থীরা গেস্ট টিচার হিসেবে কাজ করতে চায় তাদের জন্য সুখবর। রাজ্যের স্কুলের তরফ থেকে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন যোগ্য চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের উপর গেস্ট টিচার পদের ক্ষেত্রে মোট শূন্যপদ কত, কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন পত্র পাঠাতে হবে এই সম্পর্কে নিচে আর্টিকেল রূপে উল্লেখ করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নম্বর: 1285/PO-DWJ/BCW
নোটিশ প্রকাশের তারিখ: 23/07/2024
যে পদে নিয়োগ করা হবে
রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৫ টি।
আরো আপডেট: গ্রামীন উন্নয়ন ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
বয়সসীমা
০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদেরকে পোস্ট গ্রাজুয়েট ও বি.এড. করা সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন
রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদের জন্য প্রতি মাসে ১২,০০০ টাকা করে বেতন পাবেন।
আরো আপডেট: জেলা আদালতে পিয়ন সহ বিভিন্ন পদে চাকরি, ১৫ আগস্ট অবধি আবেদন চলবে
নিয়োগ পদ্ধতি
রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদে কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
- রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
- ডাউনলোড করা হয়ে গেলে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
- ফর্মটি ফিলাপ করা হয়ে গেলে নিজের সমস্ত ডকুমেন্টস সহ জেরক্স কপি ফর্মটির সাথে একটি খামের মধ্যে দিয়ে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development Department, Shivaji Raod, Hakimpara, pO & Dist. Jalpaiguri, PIN-735101
আরো আপডেট: ২০০৬ শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশেই চাকরি সুযোগ
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: 23/07/2024
আবেদন শেষ তারিখ: 05/08/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here