রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

State Schools Teachers Group-C and Group-D recruitment 2023

গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং শিক্ষক পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 1388

নোটিশ প্রকাশের তারিখ- 04/10/2023

যে পদে নিয়োগ করা হবে

গভঃ মডেল স্কুল, গোলপখর 1

1. গেস্ট টিচার

এখানে ইংরেজি, বাংলা, ভূগোল, এবং ভৌতবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

2. গ্রুপ সি

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে প্রার্থীদের।

3. গ্রুপ ডি

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

গভঃ মডেল স্কুল, গোলপখর 2

1. গেস্ট টিচার

এখানে অঙ্ক, ভূগোল, এবং ভৌতবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

শূন্যপদ- সমস্ত বিষয় মিলিয়ে মোট 3 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

2. গ্রুপ ডি

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের কেবলমাত্র প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিন এবং সময়

উক্ত দুটি স্কুলের জন্য 09/11/2023 তারিখের, সকাল 11.00 টার সময় প্রার্থীদের ইন্টারভিউ স্থানে রিপোর্ট করতে হবে।

ইন্টারভিউ স্থানের ঠিকানা

Vivekananda Sabhagriha, Islampur Sub-Division office attached, Islampur, Uttar Dinajpur

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 প্রধানমন্ত্রী লাইব্রেরীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 ৫ হাজার শূন্যপদে WBPSC এর মাধ্যমে ক্লার্কশিপ এর চাকরি, শুরু হলো নিয়োগের প্রস্তুতি

👉 রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 কেন্দ্রীয় কাগজ রিসার্চ ইনস্টিটিউটে গ্রুপ-সি চাকরি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ন্যাশনাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

Previous articleইন্টারভিউয়ের মাধ্যমে SAIL এ চাকরির বিজ্ঞপ্তি, 50 হাজার টাকা মাসিক বেতন | SAIL Recruitment 2023
Next articleভারত ইলেকট্রনিক্স সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 40 হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here