রাজ্যের অন্তর্গত একটি জেলার সাব ডিভিশনাল অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদেরকে কো অর্ডিনেটের পদে নিয়োগ করা হবে।
সাব ডিভিশনাল অফিসের অধীনের এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরাআবেদন করতে পারবেন।
সব থেকে দারুন বিষয় হলো এখানে আবেদন করতে কোন প্রকার আবেদন মূল্য লাগবেনা। আজকের প্রতিবেদনে সাব ডিভিশন অফিসে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Sub Divisional Office Recruitment
নোটিশ নম্বরঃ 402/SDO/CON
নোটিশ প্রকাশের তারিখঃ 03.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (Block Programme Co ordinator)
শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বা সোসিওলজি বা সোশ্যাল অ্যানথরোপোলজি বা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার্স ডিগ্রী পাশ করে থাকতে হবে।
এছাড়াও স্নাতক পাশেও আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আশা প্রোগ্রামের কাজ করলে অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমাঃ
উক্ত পদে আবেদনের জন্য আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
নিম্নলিখিত উপায়ে প্রার্থীদের নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা।
- কম্পিউটার টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
- আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিসের সাথে দেওয়া আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
- সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
- বসবাসের প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
To The Member Secretary. BPC Selection Committee.
Office of the Sub-Divisional Officer,
Sadar Kalimpong
P-O. Kalimpong,
Dist- Kalimpong, West Bengal, PIN-734301.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.08.2022 |
আবেদন শুরু | 03.08.2022 |
আবেদন শেষ | 23.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-