পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ 22 টি ফল এবং সব্জী সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ সংক্রান্ত কেন্দ্রে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে। পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট 1650 টি শুন্যপদ রয়েছে। রাজ্যের সুফল বাংলার মাধ্যমে এই প্রশিক্ষণ করানো হবে।
2022-23 আর্থিক বছরে মোট তিনটে ব্যাচে এই প্রশিক্ষণ করানো হবে। প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা দেওয়া হবে। সেইসাথে প্রশিক্ষণ বা ট্রেনিং শেষ হলে সফল প্রার্থীদের শংসাপত্র এবং ভাতা দেওয়া হবে।
এইবার আমরা জেনে নেবো ঠিক কারা কারা এই প্রশিক্ষণে অংশগ্রহন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে এবং অন্যান্য বিষয় সম্পর্কে।
প্রশিক্ষণের নামঃ ফল ও সব্জী সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ সংক্রান্ত প্রশিক্ষণ
প্রশিক্ষণে যেসমস্ত বিষয় শেখানো হবেঃ
(1) ফল ও সব্জী সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ, পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয় ও পদ্ধতি
(2) ক্ষুদ্র শিল্প উদ্যোগ উন্নয়ন
(3) খাদ্য নিরাপত্তা আইন ২০০৬ বিষয়ক সচেতনতা
যাদের প্রশিক্ষণ দেওয়া হবেঃ
(1) বেকার যুবক-যুবতী
(2) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য
(3) কৃষক পরিবার
(4) এফ.পি.সি এবং এন.জি.ও এর অন্তর্ভুক্ত মহিলা এবং পুরুষ
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ
বয়সঃ আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
মোট শুন্যপদঃ 1650 টি
প্রশিক্ষণ শুরুর তারিখঃ
প্রথম ব্যাচ | 26.04.2022 |
দ্বিতীয় ব্যাচ | 01.08.2022 |
তৃতীয় ব্যাচ | 14.11.2022 |
আবেদনপত্র গ্রহনের তারিখ (ব্যাচভিত্তিক)
প্রথম ব্যাচ | 18.04.2022 |
দ্বিতীয় ব্যাচ | 25.07.2022 |
তৃতীয় ব্যাচ | 07.11.2022 |
রাজ্যের ২২ টি প্রশিক্ষণ কেন্দ্রের নাম এবং যোগাযোগ নম্বরঃ
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update