পশ্চিমবঙ্গের আরো এক জেলার শিশু সুরক্ষা দপ্তর (Child Protection Unit) থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সাপোর্ট স্টাফের অধীনে কাউন্সিলর পদে এই চাকরির নিয়োগ করা হবে। প্রথমে জানিয়ে রাখি, এই নিয়োগটি সাধারণত ঝাড়গ্রাম জেলায় করা হবে। তবে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরাই এতে আবেদন করতে পারবে।
এর আগেও রাজ্যের বিভিন্ন জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ হয়েছে। যেগুলির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আমাদের ওয়েবসাইটে জানিয়েছি। আপনি যদি আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ঐ সমস্ত নিয়োগের বিষয়ে আপনার জানা থাকবে।
যাইহোক, আজকের এই ঝাড়গ্রাম জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাই এই চাকরির জন্য কারা আবেদন করতে পারবে, শূন্যপদটি রয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে, যোগ্য এবং ইচ্ছুক চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে সবকিছুই নিচে পরপর জানানো হয়েছে।
Support Staff Recruitment in WB Child Protection Unit
নোটিশ মেমো নম্বর: 202/DCPU-79/JGM
নোটিশ প্রকাশের তারিখ: 03.11.2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সাপোর্ট স্টাফ নিয়োগের বিস্তারিত তথ্য (Support Staff Recruitment Details)
পদের নাম: কাউন্সিলর- সাপোর্ট স্টাফ (Counsellor- Support Staff)
মাসিক বেতন: প্রতি মাসে ১৩ হাজার ৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা: উক্ত পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করা হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
- সাইকোলজি বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।
- বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে পারতে হবে।
- কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং টাইপিং এর দক্ষতা থাকা আবশ্যক।
শূন্যপদ: 1 টি (UR)
সাপোর্ট স্টাফ নিয়োগ প্রক্রিয়া (Support Staff Recruitment Process)
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা- ৮০ নম্বর
- কম্পিউটার টেস্ট- ১০ নম্বর
- ইন্টারভিউ- ১০ নম্বর
চাকরি ধরন
সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কাউন্সিলর পদে উক্ত নিয়োগটি করা হবে।
সাপোর্ট স্টাফ চাকরির জন্য আবেদন প্রক্রিয়া (Support Staff Recruitment Application Process)
(1) ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার ফর্ম ডাউনলোড করে, ফিলাপ করে অফলাইনে একটি ঠিকানায় জমা দিতে হবে।
(2) আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করেই সরাসরি আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে হবে।
(3) ফর্ম ডাউনলোড করার পরে সেটি প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করা হয়ে গেলে তার সাথে দরকারি কিছু ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভর্তি হবে। তারপর খামের উপরে লিখতে হবে- Application for the Post of Counselor “JJB Support Staff”.
(4) সবশেষে আবেদনপত্র সহ ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। যদি কেউ সরাসরি অফিসের ড্রপবক্সে গিয়ে জমা করে আসে তাও করা যাবে।
সাপোর্ট স্টাফ চাকরির জন্য আবেদনপত্র পাঠানোর ঠিকানা
District Child Protection Unit, Office of the District Magistrate, Jhargram.
সাপোর্ট স্টাফ চাকরির আবেদন ফি (Support Staff Recruitment Application Fee)
আবেদন করার জন্য কোন টাকা লাগবে না।
সাপোর্ট স্টাফ নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ (Support Staff Recruitment Important Dates)
নোটিশ প্রকাশ | 03.11.2022 |
আবেদন শুরু | 07.11.2022 |
আবেদন শেষ | 18.11.2022 |
বিঃদ্র:নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার ফর্ম | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 SSC-শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে বের হচ্ছে?