স্বামী বিবেকানন্দ ইন্সটিটিউটে চাকরি, ক্লার্ক সহ ১৮ ধরনের পোস্টে নিয়োগ

SVNIRTAR Clerk and others 18 types Post Recruitment

স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইন্সটিটিউট অফ রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ (Swami Vivekanand National Institute of Rehabilitation Training and Research) অর্থাৎ SVNIRTAR তে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

নোটিশ নং – AD 6B 19/ 04 /2023

নোটিশ প্রকাশ – 22.04.2023

পদে নাম এবং শূন্যপদ

(1) ডিরেক্টর / Director (Consultant)

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(2) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / Assistant Professor (PMR) (Consultant)

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(3) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / Assistant Professor (Speech Consultant)

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(4) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / Assistant Professor (Clinical Psychology) (Consultant)

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(5) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / Assistant Professor (Special Education) (Consultant)

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(6) লেকচারার / Lecturer Physiotherapy

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(7) লেকচারার / Lecturer Occupational Therapy

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(8) অ্যাডমিনিস্ট্রিটিভ অফিসার / Administrative Officer

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(9) Rehabilitation Officer

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(10) প্রস্থেটিস্ট এবং অর্থোটিস্ট / Prosthetist & Orthotist

শূন্যপদ – এখানে 15 টি শূন্যপদ রয়েছে।

(11) অ্যাসিস্টেন্ট / Assistant

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(12) ক্লিনিকাল অ্যাসিস্ট্যান্ট / Clinical Assistant

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(13) ক্লিনিকাল অ্যাসিস্ট্যান্ট / Clinical Assistant (Developmental Therapist)

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(14) অ্যাকাউন্টট্যান্ট / Accountant

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(15) স্পেশাল এডুকেটর / Special Educators

শূন্যপদ – এখানে 7 টি শূন্যপদ রয়েছে।

(16) ভোকেশনাল ইন্সট্রাক্টর / Vocational Instructor

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(17) ওয়ার্কশপ সুপারভাইজার / Workshop Supervisor

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(18) ক্লার্ক / Clerk

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে মোট 18 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 62 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

বেতনক্রম

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 25,000 টাকা থেকে সর্বোচ্চ 90,000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার টেস্ট, যোগ্যতা এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের http://www.recruitment.svnirtar.nic.in.

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।

এরপরে আবেদনের হার্ড কপিটি নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

“THE DIRECTOR, SWAMI VIVEKANAND NATIONAL INSTITUTE OF REHABILITATION TRAINING AND RESEARCH, Olatpur, Post: Bairoi, Dist.: Cuttack, Odisha, PIN: 754010।

আবেদনের সময়সীমা

  • অনলাইন আবেদনের শেষ দিন – 07/06/2023
  • আবেদনের হার্ড কপি পাঠাবার শেষ দিন – 17/06/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleরেলটেল কর্পোরেশনে GM পদে চাকরি! নিয়োগ সম্পর্কে বিস্তারিত দেখুন | RailTel Corporation Recruitment 2023
Next articleRCF-এ AO পদে চাকরি, প্রতি মাসে 59 হাজার 610 টাকা বেতন | RCF Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here