রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কালেক্টর অফিস পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া রয়েছে।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজে কর্মী নিয়োগের জন্য চাকরির প্রার্থীর যোগ্যতা কি লাগবে, শূন্যপদের সংখ্যা কয়টি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য নিচে দেওয়া হল।
Swasthya Sathi Group C District Coordinator Recruitment
নোটিশ মেমো নম্বর: 986/RSBY
নোটিশ প্রকাশের তারিখ: 09/09/2022
আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে মাধ্যমেই আবেদন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্য (Recruitment Details)
পদের নাম:
ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি (District Coordinator IT)
মাসিক বেতন:
28,662 টাকা প্রতি মাসে বেতনরূপে দেওয়া হবে।
বয়সসীমা:
এই চাকরিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীর বয়স 40 বছরের কম হতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী।
SC, ST শ্রেণীরা পাঁচ বছরের এবং OBC শ্রেণীর আবেদনকারীরা তিন বছরের বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজনেস ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিপ্লোমা অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
শূন্যপদ:
1 টি শূন্যপদ থাকাই উক্ত পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত পদের চাকরিতে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা- 75 নম্বর
- কম্পিউটার টেস্ট- 20 নম্বর
- ইন্টারভিউ- 5 নম্বর
নিয়োগের স্থান:
দক্ষিণ ২৪ পরগনা জেলার স্বাস্থ্য সাথী সেল (Swasthya Sathi Cell)-এ নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
দক্ষিণ 24 পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে, অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
আবেদনকারীদের সুবিধার জন্য এই পেজের নিচেই আবেদন করার অফিশিয়াল লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে আবেদনকারীকে তার নাম, পিতার নাম, ঠিকানা সহ ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার সময় দরকারি কিছু ডকুমেন্টস যেমন ছবি, সিগনেচার, ইত্যাদি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 09.09.2022 |
আবেদন শুরু | 10.09.2022 |
আবেদন শেষ | 29.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে নতুন চাকরির নিয়োগ শুরুর আগে নিতে হবে অনুমতি
🎯 1901 শূন্যপদে কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ-B এবং গ্রুপ-C চাকরি