TATA Group IHCL Internship Training 2024: টাটা গ্রুপের অন্তর্গত ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড বা IHCL ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন পদের জন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা ডিজিটাল মার্কেটিং-এ কাজ করতে আগ্রহী তারা বিনামূল্যে এই ইন্টার্নশিপের সুযোগ গ্রহণ করতে পারেন। ছেলেমেয়ে নির্বিশেষে ভারতীয় নাগরিক হলে এখানে ফ্রিতে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে পারবেন সবাই।
আজকের এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেবো কারা কারা এই ইন্টার্নশিপ নিতে পারবেন, মাসে কত টাকা করে স্টাইপেন্ডে দেওয়া হবে, কবে থেকে আবেদন শুরু হবে, ট্রেনিং এর সময়কাল, কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়গুলি।
টাটা গ্রুপ কি? (About TATA Group)
টাটা গ্রুপ হল একটি বহুজাগতিক সংস্থা যা ১০০ টির বেশি পৃথক ব্যবসা পরিচালনা করে। এই গ্রুপের দেশ-বিদেশে বিভিন্ন সংস্থা রয়েছে। এই সংস্থার মূল লক্ষ্য বেকারদের কাজের সুযোগ করে দেওয়া এবং বিভিন্ন শিল্প ও ব্যবসা শীর্ষ স্থানে নিয়ে যাওয়া। এই গ্রুপের একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানি হল ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড বা IHCL, যা টাটা ব্র্যান্ডের দীর্ঘস্থায়ী একটি কোম্পানি। এই কোম্পানির তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
লোকেশন (Location)
যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে।
ট্রেনিং-এর সময়কাল (Duration of Training)
টাটা গ্রুপের তরফ থেকে এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ৬ মাসের জন্য করানো হবে। কিন্তু ট্রেনিং চলাকালীন প্রার্থীদেরকে প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
স্টাইপেন্ড (Stipend)
যে সমস্ত প্রার্থীরা টাটা গ্রুপের এই ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবেন তাদেরকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে টাটা গ্রুপের তরফ থেকে। এছাড়া ইন্টার্নশিপ শেষ হলে প্রতিটি প্রার্থীকে সার্টিফিকেট এবং রেফারেন্স লেটার প্রদান করা হবে, যা পরবর্তীতে তাদের কাজের সুযোগ করে দেবে।
ইন্টার্নশিপের দায়িত্ব ও কর্তব্য (Roles & Responsibilities of Internship)
যারা যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবেন তাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। সেগুলি মূলত ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কার্যক্রম। সেই কাজগুলি হল-
- বিভিন্ন এজেন্সির সাথে সমন্বয় করে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য মিডিয়া কৌশল তৈরি করতে হবে।
- বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাব্রেশন করে গ্রাফিক্স এবং বিজ্ঞাপনের বিষয়বস্তু তৈরি করতে হবে।
- ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপন ও প্রচারের জন্য তথ্য সংগ্রহ করতে হবে।
- ওয়েবসাইট স্থানান্তর এবং SEO সম্পর্কে নজরদারি রাখতে হবে।
- প্রযুক্তিগত দলের সাথে সমন্বয় করে URL কাঠামো দেখভাল করতে হবে।
- নতুন হোটেল বা সংস্থা তৈরি হলে তার জন্য ওয়েবসাইট এবং সেই সম্পর্কিত ব্যানার, ছবি, টেক্সট ইত্যাদি সরবরাহ করতে হবে।
- বিজ্ঞাপন ও ব্লগের জন্য টেক্সট লেখার পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
যারা যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবেন বলে ভাবছেন তাদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে একটি অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তাই যারা ডিজিটাল মার্কেটিং-এর জগতে নিজেকে দক্ষ করে তুলতে চান তারা এই সুযোগটি মিস করবেন না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Date)
ইন্টার্নশিপের জন্য আবেদন করার শেষ তারিখ ২৭ অক্টোবর, ২০২৪। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা নির্দিষ্ট সময়ের ভেতরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
ইন্টার্নশিপের জন্য আবেদন করুন- Apply Now