TATA Internship Programme 2022 | টাটা ইন্টার্নশিপ প্রোগ্রাম- Online Apply Now!

TATA Internship Programme 2022

চাকরিপ্রার্থীদের জন্য ইন্টার্নশিপ সংক্রান্ত দারুন একটি আপডেট, তাও আবার টাটা (Tata) এর তরফ থেকে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS এর তরফ থেকে টাটা ইন্টার্নশিপ ২০২২ (Tata Internship Programme 2022) এর আয়োজন করা হয়েছে।

TCS এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ইন্টার্নশিপ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। বিশেষ কিছু বিষয়ের যোগ্যতা থাকলেই তবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে তা নিচে বিস্তারিত জানানো হয়েছে। 

TATA Internship Programme 2022

প্রোগ্রামের নামঃ  TCS Internship Programme 2022 

শিক্ষাগত যোগ্যতাঃ  যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, PhD পাশ করা থাকলে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারা যাবে।

আবেদন প্রক্রিয়াঃ

TCS Internship Programme 2022 এর জন্য অনলাইনে TCS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার লিংক দেওয়া হয়েছে। 

নিচের আবেদন করার লিংকে ক্লিক করে নাম, ডিগ্রি, কোর্স, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য পূরন করতে হবে। তারপর ক্যাপচা ফিল করে Send বাটনে ক্লিক করতে হবে। 

অফিসিয়াল নোটিশঃ Show Now

আবেদন করার লিংকঃ Apply Now

Daily চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

আরো চাকরির আপডেট-