চাকরিপ্রার্থীদের জন্য ইন্টার্নশিপ সংক্রান্ত দারুন একটি আপডেট, তাও আবার টাটা (Tata) এর তরফ থেকে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS এর তরফ থেকে টাটা ইন্টার্নশিপ ২০২২ (Tata Internship Programme 2022) এর আয়োজন করা হয়েছে।
TCS এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ইন্টার্নশিপ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। বিশেষ কিছু বিষয়ের যোগ্যতা থাকলেই তবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে তা নিচে বিস্তারিত জানানো হয়েছে।
প্রোগ্রামের নামঃ TCS Internship Programme 2022
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, PhD পাশ করা থাকলে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারা যাবে।
আবেদন প্রক্রিয়াঃ
TCS Internship Programme 2022 এর জন্য অনলাইনে TCS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার লিংক দেওয়া হয়েছে।
নিচের আবেদন করার লিংকে ক্লিক করে নাম, ডিগ্রি, কোর্স, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য পূরন করতে হবে। তারপর ক্যাপচা ফিল করে Send বাটনে ক্লিক করতে হবে।
আবেদন করার লিংকঃ Apply Now
Daily চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
আরো চাকরির আপডেট-
- রাজ্য সরকার এবং CII এর উদ্যোগে রাজ্যে 60 হাজার কর্মসংস্থান
- খাদ্য এবং ভূমি দপ্তরে 1200 কর্মী নিয়োগের আপডেট