টাটা মেমোরিয়াল সেন্টার (টিএমসি) হল একটি ক্যান্সার কেন্দ্র যার লক্ষ্য রোগীদের যথাযথ পরিষেবা দেওয়া, ক্যান্সার প্রতিরোধ, ক্যান্সার গবেষণা এবং অনকোলজি এবং সংশ্লিষ্ট শাখাগুলিতে সর্বোচ্চ মাত্রায় উন্নয়ন ঘটানো।
এখানে 25 ধরণের শূন্যপদে ক্লার্ক, গ্রুপ-C এবং গ্রুপ-D কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- ACTREC/ADVT-A-4/2023
নোটিশ প্রকাশের তারিখ- 23/08/2023
যে সমস্ত পদে নিয়োগ করা হবে
1. অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার / ASSISTANT ADMINISTRATIVE OFFICER
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
(2) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার / Assistant Accounts Officer
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
(3) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার /Assistant Administrative Officer (Purchase)
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
(4) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার /Assistant Administrative Officer (Storage)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(5) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার /Assistant Administrative Officer (Purchase and Storage)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(6) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(7) নার্স / Nurse
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
(8) নার্স / Nurse
শূন্যপদ- এখানে 11 টি শূন্যপদ রয়েছে।
(9) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(10) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(11) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(12) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
(13) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / Scientific Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(14) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার / Assistant Security Officer
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
(15) ফার্মাসিস্ট / Pharmacist
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(16) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(17) স্টেনোগ্রাফার / Stenographer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(18) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(19) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(20) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(21) টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(22) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
(23) কুক / Cook
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(24) অ্যাটেডেন্ট / Attendent
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
(25) ট্রেড হেল্পার /Trade Helper
শূন্যপদ- এখানে 18 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে মোট 25 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 18,000 টাকা থেকে সর্বোচ্চ 44,900 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
নিয়োগ স্থান
নির্বাচিত প্রার্থীদের TATA MEMORIAL CENTRE ADVANCED CENTRE FOR TREATMENT, RESEARCH AND EDUCATION IN CANCER (ACTREC)
Sector-22, Kharghar, Navi Mumbai – 410 210 তে পোস্টিং দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://actrec.gov.in এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন মূল্য
কেবলমাত্র GEN, OBC, EWS পুরুষ প্রার্থীদের 300 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ দিন 22/09/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে
👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ
👉 রাজ্যে 762 টি শূন্যপদে স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 মাধ্যমিক পাশে রাজ্যের হোস্টেলে গ্রুপ-D পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন
👉 রাজ্যে CMOH এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি