রাজ্যের পৌরসভায় ট্যাক্স কালেক্টর পদে চাকরি, 7 দিনের মধ্যে চাকরিপ্রার্থীকে জয়েন করতে হবে

Tax Collector Recruitment in Siliguri Municipal Corporation

রাজ্যের একটি মিউনিসিপাল (পৌরসভা) কর্পোরেশন থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কমিশন বেসিস ট্যাক্স কালেক্টর পদে শুন্যপদ থাকায় নিয়োগ করা হবে। নির্দিষ্ট যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। 

ইচ্ছুক প্রার্থীরা একটি নির্দিষ্ট ঠিকানায় বায়োডাটা সহ আবেদনপত্র পাঠিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

এইবার আমরা নিয়োগের বিষয়ে সমস্ত তথ্য এক এক করে জেনে নেবো। আবেদন করার আগে এই নিয়োগের বিভিন্ন তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি জেনে নিন, তারপর আবেদন করুন। 

Tax Collector Recruitment in Siliguri Municipal Corporation

নোটিশ নম্বরঃ 154/Estt./SMC

নোটিশ প্রকাশের তারিখঃ  24.06.2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ  ট্যাক্স কালেক্টর (Tax Collector)

বেতনঃ  কমিশনের ভিত্তিতে বেতন দেওয়া হবে।  

বয়সসীমাঃ  01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ST, SC শ্রেণিরা ৫ বছরের এবং OBC শ্রেনির আবেদনকারীরা ৩ বছরের ছাড় পাবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ  সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে কমপক্ষে 2nd ডিভিশন পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে। কম্পিউটার এর বেসিক জ্ঞান বা নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

মোট শূন্যপদঃ  15 টি 

নিয়োগের স্থানঃ  দার্জিলিং জেলার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে এই নিয়োগটি করা হবে। 

নিয়োগ পদ্ধতিঃ 

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত পদের কাজে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতিঃ  

একটি সাদা কাগজে দরখাস্তের আকারে আবেদনপত্র বানাতে হবে। তার সাথে একটি বায়োডাটা লিখতে হবে। দরখাস্ত, বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অন্যান্য দরকারি ডকুমেন্টের জেরক্স গুলিকে একসাথে একটি খামে ভরতে হবে।

তারপর ঐ আবেদন পত্রের খামটিকে নিচের ঠিকানায় পাঠাতে হবে। বায়োডাটাতে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। 

আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ

To,

The Commissioner 

Siliguri Municipal Corporation, Baghajatin Road, 

P.O: Siliguri , Dist- Darjeeling,

Pin- 734001

আবেদন ফিঃ  আবেদন করার জন্য টাকা লাগবে না। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  24.06.2022
আবেদন শুরু  24.06.2022
আবেদন শেষ 12.07.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-