উচ্চমাধ্যমিক পাশে TCS কোম্পানিতে চাকরি, 38 হাজার টাকা মাসিক বেতন | TCS Fresher Recruitment 2022 (Apply online!)

TCS Fresher Recruitment 2022

TCS Fresher Recruitment 2022: TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস এর তরফ থেকে বিভিন্ন পদে প্রচুর সংখ্যক ফ্রেশার (Fresher) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস হলো একটি বহুজাগতিক তথ্যপ্রযুক্তি পরিষেবা এবং পরামর্শকারী সংস্থা যার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। 

সারা ভারতবর্ষ জুড়ে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই কোম্পানিতে চাকরি করা অনেকের কাছে স্বপ্নের। তাই আপনিও যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই নিয়োগের বিষয়ে ভালো করে নিন। 

টাটা কনসালটেন্সি সার্ভিস নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা কত, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো। পরপর জেনে নিন। 

TCS Fresher Recruitment 2022

TCS Fresher Recruitment 2022

TCS ফ্রেশার নিয়োগের তথ্য (TCS Fresher Recruitment Details)

নিয়োগ সংস্থা (Recruitment Organization) টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)
পোষ্টের নাম (Post Name) BPS & IT
চাকরির ধরণ (Job type) স্থায়ী বেসরকারি চাকরি (Permanent Private Job)
মোট শূণ্যপদ (Total Vacancy) 2000+
বেতন (Salary) 38,000 টাকা
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) www.tcs.com
আবেদনের মাধ্যম (Application Mode) অনলাইন (Online)

পদের নাম (TCS Fresher Recruitment 2022 Post Name)

(1) বিজনেস প্রসেস সার্ভিস (Business Process Services- BPS)

(2) ইনফরমেশন টেকনোলজি (Information Technology- IT)

বেতন (TCS Fresher Recruitment 2022 Salary)

এখানে প্রার্থীদের প্রতি মাসে কমপক্ষে 38,000 টাকা বেতন দেওয়া হবে। অর্থাৎ বার্ষিক প্যাকেজ 4 লক্ষ 20 হাজার টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে। 

বয়সসীমা (TCS Fresher Recruitment 2022 Age Limit)

আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বয়সের হিসেব আবেদনের তারিখ অনুযায়ী করতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা (TCS Fresher Recruitment 2022 Qualification)

আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ (HS Pass) প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে।

মোট শূন্যপদ (TCS Fresher Recruitment 2022 Total Vacancy)

এখানে সর্বমোট 2000 এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি (TCS Fresher Recruitment 2022 Recruitment Process)

TCS এর এই চাকরির জন্য চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (TCS Fresher Recruitment 2022 Application Process) 

টাটা কনসালটেন্সি সার্ভিসের এই সমস্ত পদগুলির জন্য সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এরপরে লগইন করে আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 15.10.2022
আবেদন শুরু 15.10.2022
আবেদন শেষ 28.11.2022 
Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন- Click Here

✅ Telegram Channel: Click Here

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 ITBP গ্রুপ-সি পদে চাকরি

🎯 কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরির নোটিশ

🎯 এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি