কুন্তল ঘোষরা ধরা পাড়ায় ১১ ডিসেম্বরের টেট পরীক্ষা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBPPE) তা নিয়ে বিবৃতি দিয়ে যাবতীয় বিতর্ক দূর করার চেষ্টা করেছে। তবে এই আবহেই টেট পরীক্ষার্থীদের জন্য মস্ত বড় সুখবর। ঠিক-ভুল যাচাই না করেই টেট পরীক্ষার বেশ কিছু প্রশ্নে সম্পূর্ণ নম্বর পেতে চলেছেন তাঁরা!
চমকে গেলেন? তাহলে গোটা বিষয়টা শুনে নিন। প্রাথমিকের টেট পরীক্ষার সম্ভাব্য ‘মডেল আনসার কি’ (Model Answer Key) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের প্রকাশিত প্রাথমিকের টেট পরীক্ষার সম্ভাব্য উত্তর নিয়ে কোনও আপত্তি থাকলে পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়েছিল। আর সেই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছেন বহু পরীক্ষার্থী। আর তার ফলেই পরীক্ষার্থীদের বেশ কিছু প্রশ্নে পূর্ণ নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
টেটের ভুল প্রশ্নের উত্তর দিলেই পুরো নম্বর?
আসলে বেশ কিছু প্রশ্নের যে সম্ভাব্য উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল তা চ্যালেঞ্জ করেন পরীক্ষার্থীরা। বিষয়টি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা জানান যে, পরীক্ষার্থীদের চ্যালেঞ্জই সঠিক, পর্ষদ যে সম্ভাব্য উত্তর প্রকাশ করেছে বরং তাতেই গলদ আছে। আবার ছাপার গন্ডগোলের জন্যও প্রশ্নে ভুল থেকে গিয়েছিল। সেক্ষেত্রেও টেট পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রশ্নে পুরো নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে এক্ষেত্রে পরীক্ষায় ওই প্রশ্নগুলি পরীক্ষার্থীদের অ্যাটেন্ড করে থাকতে হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ যে উত্তরটিকে সঠিক বলে বেছে নিয়েছেন সেটিকেই চূড়ান্ত উত্তর বলে তাঁরা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে বিতর্কিত প্রশ্নগুলিতে যে পরীক্ষার্থীরাই উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তবে কতগুলি প্রশ্নে এমন পূর্ণ নম্বর পেতে চলেছে টেট পরীক্ষার্থীরা তা এখনও পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।
টেটের ‘ফাইনাল অ্যানসার কি’
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, খুব দ্রুতই তারা টেটের চূড়ান্ত বা ‘ফাইনাল অ্যানসার কি’ (Final Answer Key) বের করতে চলেছে। সেখানেই পরিষ্কার হয়ে যাবে কোন প্রশ্নগুলিতে টেট পরীক্ষার্থীরা সঠিক উত্তর না লিখেও সম্পূর্ণ নম্বর পেতে চলেছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, যে কোনদিন টেটের রেজাল্ট প্রকাশ করা হতে পারে।
২০২২ টেটের রেজাল্ট কবে দেবে?
তবে ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) জানিয়েছিলেন, তাঁরা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট বের করে দিতে পারেন। কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি এবং বেশ কিছু টেট পরীক্ষার্থীর সঠিকভাবে রোল নম্বর না লেখার কারণে রেজাল্ট বার করতে এতটা দেরি হয়ে গেল বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
🔥 গুরুত্বপূর্ণ লিংক: 👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ | Join Now |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো আপডেট 👇👇
- বেসরকারি সংস্থার কর্মীদের একলাফে অনেকটা বেতন বাড়ছে
- বাজেটের পর পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না কমবে?
- ব্যাগ ছাড়াই যেতে হবে স্কুল, ১০ দিনের জন্য নতুন নিয়ম
- ব্যাংকে লাইন দেওয়ার ঝামেলার দিন শেষ-KYC নিয়ে বড়ো আপডেট