কেন্দ্রীয় সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ টেক্সটাইলস অর্থাৎ বস্ত্রবয়ন দপ্তর এর পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদে গ্রুপ-সি (Group-C) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা এবং প্রাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে।
ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে নারী ও পুরুষ সকলেই আবেদনের যোগ্য। এখানে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের দ্বারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আজকের এই চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত, শূন্যপদের সংখ্যা কত, নিয়োগ কিভাবে হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
Textiles Department Group-C Recruitment 2022
নোটিশ নম্বরঃ WSC/GAU/3/22
নোটিশ প্রকাশের তারিখঃ 28.10.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বস্ত্রবয়ন দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (Textiles Department Group-C Recruitment Details)
(1) পদের নামঃ জুনিয়র ওয়েভার (Junior Weaver)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এর সাথে লুম সেটিং ও বিভিন্ন প্রকার তন্তুর সঙ্গে ওয়েভিং এর কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।
মোট শূন্যপদঃ 6 টি।
(2) পদের নামঃ সিনিয়র প্রিন্টার (Senior Printer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং টেক্সটাইল প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এর সাথে ব্লক ও স্ক্রিন প্রিন্টিং এর কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ জুনিয়র প্রিন্টার (Junior Printer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং টেক্সটাইল প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এর সাথে ব্লক ও স্ক্রিন প্রিন্টিং এর কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(4) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং টেক্সটাইল ওয়েভিং এ ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(5) পদের নামঃ অ্যাটেনডেন্ট প্রসেসিং (Attendant Processing)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং টেক্সটাইল প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।
মোট শূন্যপদঃ 6 টি।
(6) পদের নামঃ অ্যাটেনডেন্ট ওয়েভিং (Attendant Weaving)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং টেক্সটাইল প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।
মোট শূন্যপদঃ 10 টি।
(7) পদের নামঃ স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং মোটর কার চালানোর বৈধ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
বস্ত্রবয়ন দপ্তরে নিয়োগের আবেদন পদ্ধতি (Textiles Department Group-C Recruitment 2022, Application Process)
এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নিচে উল্লেখিত ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন করার জন্য নিচে বলা স্টেপ গুলি ফলো করতে হবে-
- আবেদন করার জন্য আপনাকে সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
- ডাউনলোড করার পর একবার নিয়োগ সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে।
- অফিসিয়াল বিজ্ঞপ্তির 14 নম্বর পেজে দেওয়া আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে বার করতে হবে।
- এরপরে সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করে নিতে হবে।
- আবেদনপত্র পূরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
- সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
বস্ত্রবয়ন দপ্তরে নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (Textiles Department Group-C Recruitment 2022, Address for Submission of Application)
The Director, Weavers’ Service Centre, IIHT Campus, Jawahar Nagar, Khanapara, Guwahati-781022.
বস্ত্রবয়ন দপ্তরে নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ (Textiles Department Group-C Recruitment 2022, Important Dates)
নোটিশ প্রকাশ | 28.10.2022 |
আবেদন শুরু | 28.10.2022 |
আবেদন শেষ | 06.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের একটি স্কুলে গ্রুপ-সি ক্লার্ক নিয়োগ
🎯 সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২- পদের নাম, বেতন, শূন্যপদ! (Apply Now)