THDC কোম্পানিতে সেক্রেটারি পদে চাকরি, মাসিক বেতন 50 হাজার টাকা | THDC Recruitment 2023

THDC Secretary Recruitment 2023

THDC (Tehri Hydro Development Corporation) ইন্ডিয়া লিমিটেডে, দুই ধরণের শূন্যপদে ট্রেনি নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 13/2023

নোটিশ প্রকাশের তারিখ- 09.08.2023

1. এক্সিকিউটিভ ট্রেনি- কোম্পানি সেক্রেটারি / Executive Trainee- Company Secretary

শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সাথে Institute of Company Secretaries of India এর সদস্য হতে হবে। তবে ল নিয়ে ডিগ্রি করা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- এই পদের জন্য 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও OBC প্রার্থীদের 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। বয়সের হিসেব করতে হবে 09.08.2023 তারিখ অনুযায়ী।

মাসিক বেতন- প্রার্থীদের 50,000-3%-1,60,000 টাকা হিসেবে মাসিক বেতন দেওয়া হবে।

2. অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি / Assistant Company Secretary

শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সাথে Institute of Company Secretaries of India এর সদস্য হতে হবে। তবে ল নিয়ে ডিগ্রি করা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- এই পদের জন্য 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও OBC প্রার্থীদের 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। বয়সের হিসেব করতে হবে 09.08.2023 তারিখ অনুযায়ী।

মাসিক বেতন- প্রার্থীদের 60,000-3%-1,80,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

উপরের দুই পদের জন্যই ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের ভিত্তিতে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগের সময়সীমা

নির্বাচিত প্রার্থীদের নূন্যতম 3 বছর সার্ভিস দিতে হবে কোম্পানিকে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://www.thdc.co.in/ – > Career Section -> New Openings এ গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

এখানে কেবলমাত্র GEN/ EWS/ OBC প্রার্থীদের 600 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন চলবে – 09.08.2023 থেকে 08.09.2023 তারিখ পর্যন্ত।
আবেদন মূল্য দেওয়ার শেষ দিন – 10.09.2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল এক্সিকিউটিভ ট্রেনি নোটিশ: Download

অফিসিয়াল কোম্পানি সেক্রেটারি নোটিশ: Download

✅ অনলাইনে এক্সিকিউটিভ ট্রেনি আবেদন: Apply Now

✅ অনলাইনে কোম্পানি সেক্রেটারি আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

👉 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট

👉 কলকাতা মেট্রো রেলে চাকরি, কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 শিশু হেল্পলাইনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ

👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHA পদে চাকরি

Previous articleভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অনলাইনে আবেদন চলছে | Indian Railways Recruitment 2023
Next articleরাজ্যে IIT খড়্গপুরে AI কোর্সে ভর্তি চলছে, কোর্স করেই চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here