প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নতুন এই বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

The board has issued this new notification for the primary teacher recruitment interview

1/7: গতকাল অর্থাৎ 27 মে, রাজ্যের প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। ১৭ দফার ইন্টারভিউয়ের আয়োজন করতে চলেছে পর্ষদ, নোটিশে এমনটাই জানানো হয়েছে। মূলত, পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে যেসব প্রার্থীর 50% নম্বর সহ বি এড করা আছে, তাঁদের জন্যই এই নোটিফিকেশন।

2/7: পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী , 2017 সালের যেসব পরীক্ষার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাঁদের মধ্যে যারা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে 50 % নম্বর পেয়েছিলেন এবং বি এড ডিগ্রি কমপ্লিট করেছিলেন, এবং 2022 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনলাইন ফর্ম সাবমিট করেছিলেন, সেই সব পরীক্ষার্থীদের জন্যই পর্ষদের তরফে নতুন করে সতেরো দফার ইন্টারভিউ নেওয়া হবে।

3/7: আগামী 30 এবং 31 মে, ওই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় কল লেটার ইস্যু করা হবে। প্রার্থীরা নিজেদের কল লেটার ডাউনলোড করতে পারবেন পর্ষদের ওয়েবসাইট ভিজিট করে।

4/7: প্রসঙ্গত উল্লেখ্য, টেট পরীক্ষা শেষ বারের জন্য 2017 সালে নেওয়া হলেও, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কোনো চাকরি মেলেনি। অবশেষে দীর্ঘ 5 বছর বাদে, 2023 সালের পর্ষদের তরফে সারা রাজ্য জুড়ে 17 দফার ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

4/7: 17 দফার এই ইন্টারভিউ রাউন্ডে প্রার্থীদের অবশ্য দিতে হবে অ্যাপটিটিউড টেস্টও। আগামী 30 এবং 31 মে তারিখে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে বলে জানিয়েছে পর্ষদ। ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করতে হবে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে।

5/7: ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য প্রার্থীদের যেসব নথিপত্র দেখাতে হবে, তা নোটিশে প্রকাশ করেছে পর্ষদ। নোটিশে জানানো হয়েছে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন পড়বে প্রার্থীদের।

1) টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড।

2) টেট পরীক্ষার যোগ্যতা বিষয়ক সমস্ত নথি।

3) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র।

4) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্ক শীট এবং অ্যাডমিট।

5) প্রার্থীদের B.Ed এর প্রমাণপত্র।

6) সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে, তার শংসাপত্র।

7) পরিচয়পত্র হিসেবে প্রার্থীদের ভোটার কার্ড ও আধার কার্ড।

8) পাসপোর্ট সাইজের এক কপি ছবি।

6/7: প্রসঙ্গত উল্লেখ্য, 2017 সালের পর ফের 2022 সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 7 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। 2022 সালের টেট পরীক্ষার ফল বের করা হয় 2023 সালের ফেব্রুয়ারি মাসে।

7/7: তবে 2022 সালের টেটের নিয়োগ কবে থেকে শুরু করা হবে, সেই বিষয়ে পর্ষদের তরফে এখনও কিছু জানানো হয়নি

Interview Notice: PDF Download

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous article300 শূন্যপদে NTPC-তে নিয়োগ, 60 হাজার টাকা শুরুতেই মাসিক বেতন
Next articleরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর পদে চাকরি, ১৫-১৬ হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here