ফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে

The Board's unprecedented decision to curb corruption in the Food SI, will thus be questioned

চার বছর পর পশ্চিমবঙ্গের ফুড সাব-ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগের পরীক্ষা হতে চলেছে। ২০১৯ সালের শেষবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-এর মাধ্যমে ৬,০০০ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি বের করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই নিয়োগ প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে। তবে খাদ্য দফতরের ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ দীর্ঘদিন বাকি ছিল।

এর আগে ২০১৪২০১৭ সালে ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হলেও আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত কারোর চাকরি হয়নি। ফলে খাদ্য দফতরের কাজ করতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে।

এদিকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন চাকরিপ্রার্থীরা। তবে গত ২২ অগস্ট নতুন করে ৪৮০ জন ফুড সাব-ইন্সপেক্টরের চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে WBPSC.

প্রথমে শোনা গিয়েছিল ৭০০ জন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে WBPSC. কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় ২০০ জন কম কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

তবে নিয়োগের বিজ্ঞপ্তি বের হলেও কবে নিয়োগ পরীক্ষা হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়া হবে। এদিকে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ নিয়ে যেকোনও ধরনের বিতর্ক ও দুর্নীতি এড়াতে এবার কড়া পদক্ষেপ করছে WBPSC. এর জন্য তারা একাধিক ব্যবস্থা করতে চলেছে।

কোন পদ্ধতিতে হতে পারে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ?

প্রথমে লিখিত পরীক্ষা ও পরে লিখিত পরীক্ষার ফলের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, গণিত ও সাধারণ বুদ্ধিমত্তার উপর প্রশ্ন থাকবে।

স্বচ্ছ পরীক্ষার জন্য কী কী পদক্ষেপ করতে চলেছে WBPSC?

ভিন রাজ্যের একটি নামী বিশ্ববিদ্যালয়কে দিয়ে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে।

পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হবে।

আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে WBPSC.

গত ২৩ আগস্ট থেকে ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরির আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে চাকরির আবেদনের ফর্ম অনলাইনে ভর্তি করতে হবে। এর জন্য প্রত্যেক চাকরিপ্রার্থীকে প্রথমে ওই ওয়েবসাইটে ঢুকে নাম রেজিস্টার করতে হবে। কেউ আগে নাম এনরোল করে রাখলেও তাঁকেও রেজিস্টার করতে হবে।

শোনা যাচ্ছে চলতি বছরের মধ্যেই পরীক্ষাইন্টারভিউ সেরে নিয়োগ পর্ব সম্পূর্ণ করতে চাই রাজ্য সরকার

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, শূন্যপদ কয়টি দেখুন

👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন

👉 রাজ্যে ৫০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে! বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর

👉 SAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ

👉 ISRO তে চাকরি করার কথা ভাবছেন? এই কোর্সগুলি করা জরুরি

Previous articleহিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা | HPCL Recruitment 2023
Next articleইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের হস্টেলে গ্রুপ-D চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here