SSC Scam: ৯০৭ জন স্কুল শিক্ষকদের নিয়ে মুখ খুললেন SSC-এর চেয়ারম্যান

SSC কান্ডে প্রায় প্রতিদিনই একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। এবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবী, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষকতা করছেন এমন অনেকেই নাকি পরীক্ষাতেই বসেন নি! এই বিষয়ে আবার মন্তব্য করেছেন SSC সদ্য প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার!

চলতি সপ্তাহের বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় নাম রয়েছে 907 জন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষকের। যাদের পরীক্ষার উত্তরপত্রে বিকৃতি ছিল, তাদের নাম, ঠিকানা, বাবার নাম এবং স্কুলের নামের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকা প্রকাশ হওয়ার পরেই উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ।

প্রকাশিত তালিকা দেখে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা অভিযোগ তুলেছেন, তালিকাতে নাম থাকা অনেক শিক্ষকদের নাম স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত মেধা তালিকায় তো বটেই এমনকি ওয়েটিং লিস্টেও ছিল না। এরপরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যাদের নাম মেধাতালিকায় ছিল না, তারা চাকরি পেলেন কীভাবে?

তালিকা প্রকাশের পর এই বিষয়ে মন্তব্য করেন SSC এর প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, ‘কে দোষী বা নির্দোষ, তা ঠিক করবে আদালত। সিবিআই যে হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছিল, তা থেকে এই তালিকা তৈরি হয়েছে। তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে আমরা এই তালিকা প্রকাশ করেছি।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে, সিবিআই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে SSC দুর্নীতি নিয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। সেই স্ট্যাটাস রিপোর্টে বলা হয় যে, একাদশ এবং দ্বাদশ লেভেলে যাদের নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে 907 জনের ক্ষেত্রে নম্বরের হেরফের দেখা গিয়েছে।

এরপরে যদিও এই কেসটি সুপ্রিম কোর্টে চলে যায় এবং বর্তমানে এটি বিচারক অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন। সুপ্রিম কোর্টের বিচারপতি, কমিশনকে বিকৃত OMR থাকা প্রার্থীদের নামের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেও, OMR প্রকাশে নিষেধাজ্ঞা জানিয়েছেন। তাই কমিশনের তরফে প্রার্থীদের OMR প্রকাশ করা হয়নি।

যদিও অভিযুক্ত 907 জন প্রার্থীর OMR সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী সপ্তাহের মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চেই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। এখন দেখার, বিচারপতি জালিয়াতিতে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন কিনা। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous articleঅনেকগুলি রাজ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, অনলাইনের মাধ্যমে আবেদন করুন
Next articleNIELIT তে গ্রুপ-B ও গ্রুপ-C পদে চাকরি, আগস্ট মাসের ১৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here