1/8: রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম-দশম, গ্রপ ডি, গ্রুপ সি প্রতি ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত চরম দুর্নীতি নিয়ে অনবরত চর্চা হয়ে চলেছে। সাথে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সব অসৎ ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিল হয়ে চলেছে। এমতাবস্থায়, এক অভিনব ঘোষণা করেছে তৃণমূল সরকার।
2/8: ক্রমাগত তৃণমূল সরকারের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের বিরুদ্ধে উঠছে অসৎ এবং অস্বচ্ছ পন্থা অনুসরণের অভিযোগ। তাই মুখ বাঁচাতে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে, যে সমস্ত শিক্ষক বাম আমলে নিযুক্ত হয়েছেন, তাদের নিয়োগের ক্ষেত্রেও কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে এমন ঘোষণা শুনে রাজ্যের সাধারণ মানুষের মনে স্বভাবতই কৌতূহল জন্মেছে।
3/8: এই প্রসঙ্গে বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, কেবলমাত্র তৃণমূলের আমলে যে সকল শিক্ষকদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগ ছাড়াও বাম আমলে যাদের নিয়োগ হয়েছে তাদের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে।
4/8: তৃণমূল ক্ষমতায় আসার আগে, ১৯৯০ সাল থেকে ২০১১ সালের মধ্যে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিযুক্ত হয়েছেন, তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল শিবিরের তরফে।
5/8: কেবল সন্দেহ প্রকাশ করেই ক্ষান্ত হয়নি সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু একটি তালিকা তৈরি করার উদ্যোগ নিয়ে ফেলেছেন। ওই তালিকায় বাম আমলে যারা নিয়োগ পত্র পেয়েছেন তাদের নাম থাকবে।
6/8: তালিকা তৈরি হবার পরে এই তালিকা অনুসারে কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেই সম্পর্কে অবশ্য কোনও উচ্চবাচ্চ করা হয়নি সরকারের তরফে। তবে তালিকা অনুসারে যে তদন্ত শুরু হতে পারে, তা আশা করছেন অনেকেই।
7/8: বর্তমান সময়ের নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে আদালতে নানান প্রশ্নের উত্তর দিতে হয়েছে রাজ্যকে। নষ্ট হয়েছে ভাবমূর্তিও। চাকরি হারিয়ে বেকার হয়েছেন রাজ্যের কয়েক হাজার মানুষ।
8/8: এমতাবস্থায় যদি বাম আমলের নিয়োগ নিয়েও তদন্ত শুরু হয়, এবং সেখানেও দুর্নীতির যোগ মেলে তবে চাকরি হারাতে পারেন আরও কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। তবে বাম আমলেও কী সত্যিই দুর্নীতি হয়েছিল, তা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- তৃণমূল আমলে চাকরি পাওয়া শিক্ষকদের জন্য ব্যাংকের কঠোর সিদ্ধান্ত
- ৮৪২ জন গ্রুপ-C কর্মীর চাকরি বাতিল, কার কত নম্বর বাড়ানো হয়েছিল? লিস্ট দেখুন
- রাজ্যের NSOU-তে ডেপুটি রেজিস্ট্রার পদে চাকরি
- 9,212 শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি