দিন কয়েক আগে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, টেট পরীক্ষার ফর্মের দাম 500 টাকা করা হয়েছে, কারণ ওই টাকা দিয়ে সরকার ভুয়ো শিক্ষকদের মামলা লড়বে! গত শনিবার বিরোধী দলনেতার এই মন্তব্যে বেশ শোরগোল পড়ে যায়। কিন্তু শুভেন্দুর এই অভিযোগের বিপক্ষে শাসক দলের হয়ে পাল্টা আঘাত হানেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শুভেন্দু বলেছিলেন, “আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ফর্মফিলাপ বাবদ রাজ্য 27 কোটি টাকা তুলেছে। এর মধ্যে 2 কোটি টাকা খরচ হবে আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে। বাকি 27 কোটি টাকা ভুয়ো শিক্ষকদের আইনি লড়াইয়ের কাজে ব্যয় করবে সরকার। চাকরি দেওয়ার নামে শিক্ষিত বেকারদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে তৃণমূল। আদালতের নির্দেশে অনেকের চাকরিও গিয়েছে। ডুয়ো শিক্ষকদের পাশে না দাঁড়ালে পার্থর মতো আরও অনেককে জেলে যেতে হবে। তাই আইনি লড়াইয়ের জন্য ওই 25 কোটি টাকা খরচ করবে তৃণমূলের সরকার।”
বিজেপি নেতা শুভেন্দুর সমস্ত অভিযোগ একেবারে মিথ্যে বলে উড়িয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রসঙ্গে তিনি বলেন, “পরীক্ষা সঠিক সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে হবে।”
এরই সাথে শিক্ষামন্ত্রী আরও বলেন, “টেট পরীক্ষা হবে। যথা সময়েই হবে। সেক্ষেত্রে ফর্ম ফিলআপ হচ্ছে। পরীক্ষা সঠিক সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে হবে। আর উনি যা মন্তব্য করছেন তার কোনও ভিত্তি নেই।”
অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্যে একেবারেই পাত্তা দিতে নারাজ তৃণমূল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, চলতি বছরের টেট পরীক্ষা নেওয়া হবে 10 ডিসেম্বর। তবে প্রাইমারিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এখন স্থগিত রয়েছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 রাজ্যে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, জানুন নিয়োগের বিস্তারিত আপডেট
👉 মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত অফিসে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 SSC এর শিক্ষক নিয়োগের সমস্যা মিটতে চলেছে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করলেন এই মন্তব্য