টেট পরীক্ষায় সরকারের এত টাকা লাভ! হিসেব কষে দেখালেন শুভেন্দু অধিকারী

The government's profit in the TET exam is 25 crore Explosive comments by Subhendu Adhikari

2022 সালের টেট পরীক্ষা নেওয়া হয়েছিল গত ডিসেম্বরে, এর ঠিক এক বছরের মধ্যেই 2023 সালের টেট পরীক্ষাও অনুষ্ঠিত হতে চলেছে। এরই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, কোর্টের অনুমোদন পেলেই বছরে দুই বার করে পরীক্ষা নেওয়া হবে।

বছর বছর টেট, কিন্তু নিয়োগ কই? 

কিন্তু টেট পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ কোথায়? চলতি বছরের টেট কি কেবল লোক দেখাবার জন্যই নেওয়া হচ্ছে? যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, টেট পরীক্ষা অনুষ্ঠিত করার মাধ্যমে সরকার 25 কোটি টাকা লাভ করতে চাইছে।

সরকারের বিরুদ্ধে তোপ দেখে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, “মনে হচ্ছে টেটের নামে টাকা তোলার দারুণ ফন্দি খুঁজে পেয়েছে রাজ্য সরকার। অথচ কাউকেই নিয়োগ করা হবে না।”

তবে কেবল অভিযোগ তোলা নয়, সম্ভাব্য টাকার হিসেবের একটা উদাহরণও শুভেন্দু দিয়েছেন। তাঁর মতে, ‘পরীক্ষার ফি বাবদ গড়ে 400 টাকা করে নেবে রাজ্য সরকার। কমবেশি 7 লক্ষ পরীক্ষার্থীর কাছ থেকে 28 কোটি টাকা তোলা হতে পারে। পরীক্ষা নিতে সবমিলিয়ে খরচ হবে তিন কোটি। রাজ্যের তাহলে লাভ থাকছে 25 কোটি।’

টেট পরীক্ষা নিয়ে গুরুতর অভিযোগ বিরোধী নেতার

রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেন, আসলে টেট পরীক্ষা নেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা রোজগার করতে চাইছে রাজ্য। এখানেই অবশ্য থেমে থাকেননি শুভেন্দু। তিনি কয়েকদিন আগেই একটি সভায় বলেছিলেন, “আবার ভোট আসছে লোকসভার। আবার টেট হবে। গতবারে টেট হয়েছে। গতবারে টেট হয়েছে, ফর্মের দাম ছিল 150 টাকা, এবার টেট হবে, ফর্মের দাম পাঁচশো টাকা। 27 কোটি টাকা তুলবে।”

সরকারের কি সত্যিই নিয়োগ দেওয়া নিয়ে কোনো উদ্যোগ রয়েছে? নাকি চাকরিপ্রার্থীদের থেকে অর্থ রোজগারই মূল লক্ষ্য সরকারের? প্রসঙ্গত উল্লেখ্য, টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে কলকাতার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন প্রার্থীরা।

সরকারের বিরুদ্ধে শুভেন্দুর এই বক্তব্য নিয়ে তাঁরাও সহমত পোষণ করেছেন। এমনই এক বিক্ষোভরত প্রার্থীর জানিয়েছেন, “পরীক্ষার ফর্মের জন্য টাকা দিতে অসুবিধা নেই। তবে তা দেড়শো টাকা থেকে এক লাফে পাঁচশোটা ভয়ঙ্কর ব্যাপার।পরীক্ষা রেগুলার হচ্ছে সেটা ঠিক, কিন্তু আমরা এটাও চাই নিয়োগটাও নিয়মিত হোক।”

আগের বছরের তুলনায় এবছর টেটের ফর্মের দাম কত বাড়লো? 

এ যাবৎ কাল পর্যন্ত সমস্ত টেটের ফর্মের দাম ছিল 150 টাকা। তবে চলতি বছরের যে টেট ডিসেম্বর মাসে নেওয়া হবে, তার ফর্মের দাম বাড়িয়ে 500 টাকা করে দেওয়া হয়েছে। হঠাৎ করেই ফর্মের দাম বাড়ানোর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে WBSHFWS এ কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 32 হাজার টাকা

👉 মাধ্যমিক পাশে ডিফেন্স কলেজে গ্রুপ-C চাকরির বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি আবেদন করুন

👉 কলকাতায় সরকারি জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 35 হাজার টাকা

👉 মাধ্যমিক পাশে মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 মাধ্যমিক পাশে 362 টি শূন্যপদে ভারতীয় নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 18 হাজার টাকা

Previous articleমাধ্যমিক পাশে সিভিলিয়ান ডিফেন্সে গ্রুপ-C পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleWBPDCL-এ ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here