বিএড পাশেদের জন্য প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ন রায় দিল হাইকোর্ট

The High Court has given an important judgment regarding the appointment of the B.Ed candidates in the primary

1/8: ফের বড়ো ঘোষণা রাজ্যের বি এড (B.Ed) উত্তীর্ণ প্রার্থীদের জন্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার ঘোষণা করেন যে, চলতি বছরের প্রাথমিক বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বিএড উত্তীর্ণ প্রার্থীরা।

2/8: এ দিন বিচারপতি বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব প্রার্থীরা বি এডের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং প্রশিক্ষণে ভর্তি হয়েছেন, তাঁরা সকলেই চলতি বছরের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ওইসব প্রার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টালটি আরও বাড়তি কিছু দিন খোলা রাখার জন্য নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

3/8: প্রসঙ্গত, 2022 সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। গত বছরের ২৯ সেপ্টেম্বর তারিখে ওই নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তৎকালীন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বি এড প্রশিক্ষণরতরাও এই নিয়োগ প্রক্রিয়াতে অংশ গ্রহণ করতে পারবেন

4/8: যদিও পরে পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেওয়া হয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে। উক্ত ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, প্রশিক্ষণরতরা নন, যাঁরা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন কেবলমাত্র তাঁরাই চলতি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন।

5/8: এর পরই, চলতি বছরের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন মৃন্ময় সরকার-সহ আরও ৫০ জন টেট পাশ চাকরিপ্রার্থী। ওই মামলার রায়ে, গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ইতিমধ্যেই যাঁরা আবেদন করেছেন সেই সব বি এড উত্তীর্ণরা চলতি বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

6/8: তবে তিনি আরও জানান, আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া প্রার্থীদের ফলপ্রকাশ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেসব প্রার্থীরা আগেই আবেদন করেছিলেন, তাঁরাই কেবলমাত্র চলতি টেটে অংশগ্রহণ করতে পারবেন। নতুন করে আর কোনও আবেদন গ্রহণ করবে না পর্ষদ।

7/8: এদিকে, মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্কুলের জন্য। অনেকে বিএড সম্পূর্ণ করে ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন। পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে, ডিএলএড যোগ্যতায় আবেদন করেন তাঁরা। তখন প্রশিক্ষণ সম্পূর্ণ করার কথা বাধ্যতামূলক বলা হলে বিএড উত্তীর্ণরা আবেদন করতে পারতেন। পর্ষদের ত্রুটির কারণে তাঁরা বঞ্চিত হয়েছেন।’

8/8: এই প্রসঙ্গে অবশ্য পাল্টা আঘাত হানেন পর্ষদের আইনজীবী। তিনি বলেন, ‘বিজ্ঞপ্তিতে বিএড এবং ডিএলএড পাশ করা দুই প্রার্থীকেই সুযোগ দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চের রায়ের পর প্রশিক্ষণরতরা সুযোগ হারিয়েছেন।’

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous articleIIM কলকাতায় চাকরি, ৩৪ হাজার টাকা প্রতি মাসে বেতন | IIM Kolkata Recruitment 2023
Next articleরাজ্যে নতুন স্টাফ সিলেকশন কমিশন গঠন! এর মাধ্যমেই হাজার হাজার গ্রুপ-D নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here