1/9: কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত রাজ্য সরকারের তরফে প্রকাশিত বন সহায়ক (Ban Sahayak) পদে নিয়োগের প্রক্রিয়া স্থগিত করা হল। এর ফলে চলতি বছরে নতুন করে নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই মোতাবেক নিয়োগ প্রক্রিয়া এখনই চালু করতে পারবে না রাজ্য সরকার।
2/9: এর পাশাপাশি, কলকাতা হাইকোর্টের তরফে আগেই নিয়োগ পাওয়া বন সহায়ক পদে দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের নির্দেশের উপরেও স্থগিতাদেশ বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।
3/9: সরকারের বিরুদ্ধে বন বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে!তার পরিপ্রেক্ষিতে নিয়োগ দুর্নীতির মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে।
4/9: এই পদটিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ে। হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ্ এই মামলার পর্যবেক্ষণে ছিলেন। মামলার শুনানিতে তিনি রায় দেন, আগামী দু’মাসের মধ্যে নির্বাচিত প্রার্থীদের পুরনো প্যানেল বাতিল করে নতুন করে ফের প্যানেল তৈরি করতে হবে সরকারকে। তৈরী হওয়া নতুন তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের চাকরি বাতিলের নির্দেশও দেয় হাইকোর্ট। তবে সেই চাকরি বাতিলের রায়ও এখন স্থগিত রয়েছে।
5/9: গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ভিএম ভেলুমণি এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের যুগ্ম ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে বন সহায়ক পদে প্রার্থী নিয়োগের যে প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে, তা 6 জুলাই অবধি স্থগিত থাকবে।
6/9: বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ, বন সহায়ক পদে নিয়োগ পাওয়া দু’হাজার প্রার্থীর পুরনো প্যানেল বাতিল করে পুনরায় নতুন প্যানেল গঠন করে তারপর আরও একবার নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল।
7/9: এই সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা করা হয় বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন ডিভিশন বেঞ্চে।
8/9: নিয়োগ পাওয়া প্রার্থীদের প্যানেলে নাম থাকা 50 জন প্রার্থী এই মামলা করেন। উদয়শঙ্কর চট্টোপাধ্যায় এবং শামিম আহমেদ মামলাকারী প্রার্থীদের আইনজীবি হিসেবে এই নতুন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
9/9: তাঁদের বক্তব্য, নতুন করে নিয়োগ হলে পুরনো প্যানেলে নাম থাকা দু’হাজার জন মানুষের চাকরি চলে যেতে পারে। এরপরই নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশের রায় দেয় হাইকোর্ট।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।