মেদিনীপুর দুগ্ধ সমবায় ইউনিয়ন লিমিটেড অর্থাৎ The Midnapore Co-Op Milk Producers Union Ltd. এর পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ হলো। মূলত ফুড প্রজেক্টে এই নিয়োগটি করা হবে। মেদিনীপুর জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
আজকের এই ফুড প্রজেক্টে নিয়োগের বিস্তারিত তথ্য নিচে আমরা এক এক করে জানিয়েছি। আবেদন করতে চাইলে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি ভালো করে জেনে নিয়ে তারপর আবেদন করবেন।
The Midnapore Co-Op Milk Producers Union Recruitment 2023
নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: MU: CE:22-23/603
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 30/01/2023
আবেদনের মাধ্যম: অনলাইনে ইমেইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
দুগ্ধ সমবায় ইউনিয়ন লিমিটেডে নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে:
হেড- সেলস এন্ড মার্কেটিং (Head- Sales And Marketing)
মোট শূন্যপদ:
1 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
ইন্টারভিউয়ের সময় কথাবার্তার মাধ্যমে মাসিক বেতন নির্ধারিত হবে।
আবেদনের জন্য বয়সসীমা:
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 50 বছরের কম হতে হবে। বয়সের হিসেব করা হবে 1 জনুয়ারি 2023 তারিখ অনুযায়ী।
দরকারি শিক্ষাগত যোগ্যতা:
যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটির থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক পাস করতে হবে। MBA অথবা উচ্চশিক্ষা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে শর্ট লিস্টেড করে উক্ত পদের চাকরির জন্য নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ এবং সময়:
ইন্টারভিউ এর তারিখ এবং সময় পরবর্তীতে আবেদনকারীদের ইমেইল অথবা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ইন্টারভিউ এর স্থান:
The Midnapore Co-Op Milk Producers Union Ltd., Ashok Nagar, Midnapore, Dist: Paschim Medinipur, Pin- 721101.
আবেদন প্রক্রিয়া:
(1) আবেদনকারী কে তার নাম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দরকারি তথ্য সহযোগে একটি সিভি বা বায়োডাটা বানাতে হবে।
(2) তারপর ওই বায়োডাটার সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস গুলি জুড়ে দিয়ে সেগুলির একটি পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে।
(3) আবেদনপত্রের ওই পিডিএফ ফাইলটি নিচের ই-মেইলে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
আবেদনপত্রের PDF পাঠানোর Email:
আবেদনের শেষ তারিখ:
14/02/2023 (14 ফেব্রুয়ারি 2023)
বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের কাজী নজরুল ইউনিভার্সিটিতে নিয়োগ
- SSC ভুয়ো গ্রুপ-ডি কর্মীদের বাঁচার উপায় নেই
- রাজ্যের বোস ইন্সটিটিউটে গ্রুপ-ডি কর্মী নিয়োগ