ভারতের লাইফ লাইন ট্রেন। দূরপাল্লার ট্রেনে করে অতি কম খরচে যেভাবে কয়েকশো কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায় তা অন্য দেশে বিরল। ফলে বেশিরভাগ ভারতবাসী ট্রেনে যাত্রা করতে পছন্দ করেন। আর তাই ভারতে সব ধরনের যাত্রীদের সুবিধের জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনে ট্রেনের সংরক্ষিত আসনের জন্য টিকিট (Train Ticket) কাটা যায়।
কিন্তু বর্তমান জীবনে যত ব্যস্ততা বাড়ছে ততই গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলা বা খুঁজে না পাওয়ার ঘটনাও বাড়ছে। আর সেটা যদি ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট হয় তবে কী হবে? আর কি ট্রেনে চড়া সম্ভব হবে?
টিকিট না কেটে ট্রেনে উঠলে যে মোটা টাকা জরিমানা দিতে হয় তা আমরা সকলেই জানি। কিন্তু নির্দিষ্ট সময় মেনে টাকা খরচ করে কেনা টিকিট যদি হঠাৎ হারিয়ে যায় বা খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে? এক্ষেত্রেও কি মোটা টাকা জরিমানা গুনতে হবে? ভারতীয় রেলের নিয়ম কী বলছে? আসুন এই বিষয়গুলো জেনে নেওয়া যাক।
ট্রেনের টিকিট হারিয়ে গেলে কী করবেন?
1/5: প্রথমেই বলা যাক, ট্রেনের টিকিট হারিয়ে গেলেও আপনি দিব্যি ট্রেনে চড়ে যাত্রা করতে পারবেন। এর জন্য কোনরকম জরিমানা বা ফাইন গুনতে হবে না। তবে কিছু অর্থ পকেট থেকে খসালে আপনার টিকিটের ডুপ্লিকেট কপি বার করে দেওয়া হবে রেলের পক্ষ থেকেই।
আরো আপডেট: ট্রেনে মালপত্র বহনের নিয়মে পরিবর্তন, না জানলে ফাইন দিতে হবে
2/5: দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত আসন হোক বা অসংরক্ষিত উভয় ক্ষেত্রেই আপনার কাটা টিকিট যদি বাড়িতে ফেলে স্টেশনে চলে আসেন বা অন্য কোনভাবে হারিয়ে ফেলেন, এমনকি তা সঙ্গে থাকলেও জল পড়ে বা কোনভাবে নষ্ট হয়ে যায় তাতেও আপনি দিব্যি ট্রেনে চড়তে পারবেন। এক্ষেত্রে স্লিপার ক্লাসের জন্য রেলের টিকিট কাউন্টার বা টিটিই-কে ৫০ টাকা দিয়ে ডুপ্লিকেট টিকিট পেয়ে যেতে পারেন। তবে এসি কোচের যাত্রী হলে এই ডুপ্লিকেট টিকিটের জন্য আপনাকে ১০০ টাকা খরচ করতে হবে।
3/5: কিন্তু ধরুন আপনি ট্রেনের টিকিটটি হারিয়ে ফেলেছেন, এদিকে ডুপ্লিকেট টিকিট করানোর আগেই রেলের সিট কনফার্মেশন চার্ট বেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনাকে টিকিট মূল্যের অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ টাকা দিয়ে ডুপ্লিকেট টিকিট বের করতে হবে। স্বাভাবিকভাবেই খরচাটা বেশ কিছুটা বেড়ে যাবে।
4/5: এবার ধরুন আপনার কাছে টিকিট আছে কিন্তু তা কোনভাবে ছিড়ে গিয়েছে। সেক্ষেত্রে মোট টিকিট মূল্যের ২৫ শতাংশ অর্থ দিয়ে আপনি ডুপ্লিকেট টিকিট বের করতে পারবেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার টিকিট ছিড়ে গেলেও তার বেশিরভাগ তথ্য যেন পরিষ্কার বোঝা যায়।
5/5: সব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রেনের টিকিট হারিয়ে ফেললেও আপনি নিজের গন্তব্যের দিকে চলে যেতে পারবেন। তবে তার জন্য বেশ ভালো পরিমাণ একটা অর্থ খরচ হতে পারে। তাই আমাদের পরামর্শ, ট্রেনের টিকিট না হারিয়ে তা বরং সঠিক জায়গায় সঠিকভাবে যত্ন করে রাখুন। আর একান্তই যদি হারিয়ে ফেলেন তবে মোটা টাকা পকেট থেকে গাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।
Important Links: 👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ | Join Now |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো গুরুত্বপূর্ন আপডেট-Click Here