আবারও প্রাইমারিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ডিসেম্বর মাসে। এই নিয়ে ইতিমধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, 2023 সালের টেট পরীক্ষা নেওয়া হবে 10 ডিসেম্বর তারিখে।
এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও ১৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর সন্ধে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা।
যদিও নতুন করে চলতি বছরের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই প্রশ্ন উঠছে, গত বছরের টেট থেকে নিয়োগ শুরু না করে ফের কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? এই প্রশ্নের সপক্ষে গৌতম পালের যুক্তি, ‘সুপ্রিম কোর্ট এবং এনসিটিইর নির্দেশ রয়েছে, প্রতি বছর টেট নিতে হবে। এর সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই।’ এই প্রসঙ্গে একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘গত বছর সিবিএসই সেন্ট্রাল টেট বা সি-টেট নিয়েছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও নিয়োগ করা হয়নি। তাহলে রাজ্যের টেট নিয়ে কেন প্রশ্ন উঠবে?’
প্রাইমারি শিক্ষক নিয়োগে আর সমস্যা হবে না?
কিছুদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে একযোগে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি জানান, টেট প্রার্থীদের করা মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের তরফে এখনও নিয়োগ সংক্রান্ত কোনো নির্দেশ দেওয়া হয়নি, তাই টেট পাশ পরীক্ষার্থীদের নিয়ে এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। কোর্টের তরফে সবুজ সংকেত মিললেই দ্রুত নিয়োগের কাজে নেমে পড়বে পর্ষদ। তারপর প্রাথমিক শিক্ষক নিয়োগে আর কোনো সমস্যা থাকবে না।
টেট পরীক্ষায় প্রার্থীদের নিয়োগ এবং ফের টেট পরীক্ষা হওয়া নিয়ে গৌতম পাল আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। ইতিমধ্যেই আমরা ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ করেছি। প্রার্থীদের কিছু সমস্যায় নিয়োগ আটকে আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি। আশা করি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পাব। তখনই আমরা নিয়োগ করতে পারব।’
২০২৩ টেট নিয়ে পর্ষদ সভাপতির মন্তব্য
এক বছরের মধ্যেই ফের টেট পরীক্ষার উদ্যোগ প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন , ‘রাজ্য সরকার চাইছে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক। এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব। এমনকী প্রত্যেক বছর দু’বার নিয়োগ চায় সরকার। তাহলে আর কোনো সমস্যা থাকবে না।’
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 450 টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি
👉 এবারের টেট-এ যেটা হবে তা আগে কখনো হয়নি
👉 রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একি বললেন অভিষেক ব্যানার্জী
👉 প্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল
👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি