ঘটনার সূত্রপাত 2014 সালে। প্রাইমারি টেট পরীক্ষায় সফল না হয়েও চাকরি পেয়েছেন 94 জন শিক্ষক, এই অভিযোগ ওঠার ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ বাধ্য হয়ে ওই 94 জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিলের জন্য তৎপর হয়। এই 94 জন অবৈধ ভাবে চাকরি পাওয়া শিক্ষকরা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা।
সবচেয়ে বেশি কারচুপির অভিযোগে সবার উপরে নাম উঠে এসেছে রাজ্যের কোচবিহার এবং মুর্শিদাবাদের।পরিসংখ্যান বলছে, কোচবিহার জেলার 29 জন শিক্ষক অবৈধ ভাবে চাকরিতে যোগদান করেন। আরেক জেলা মুর্শিদাবাদের ক্ষেত্রেও পরিসংখ্যানটা কাছাকাছি।
এখানে 26 জন শিক্ষক পরীক্ষায় অসফল হয়েও চাকরি পেয়েছেন। এদের মধ্যে আবার মহকুমার নিরিখে চাকরি বাতিলের তালিকায় শীর্ষে রয়েছে জলঙ্গি ব্লক। এখানকার মোট তিন জন শিক্ষক এবং দুই জন শিক্ষিকা, মোট পাঁচ জনের চাকরি বাতিল করা হয়েছে।
টেট পরীক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় মোট 96 জন শিক্ষককে চিহ্নিত করেছিল CBI। পাশাপাশি, এই 96 জনকে তাঁদের TET পাশের সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
এই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা 2014 সালের টেট পরীক্ষায় সফল না হয়েই চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে এই নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল মামলা। সেখানেই CBI এর নির্দেশ অনুযায়ী 94 জন সঠিক কোনও নথি দেখাতে পারেননি। ফলত, তাঁদের সকলেরই চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়।
চাকরি যাওয়া শিক্ষকদের মধ্যে বহরমপুরের কাশিমবাজারের এক মহিলা সহ তমলুক পুলিশ স্টেশনে যোগীখোপী, পুরুলিয়া জেলার বোরা পুলিশ স্টেশন, বলরামপুর, মানবাজার, কেন্দা, পারা পুলিশ স্টেশনের বাসিন্দা একজন করে শিক্ষকের নাম রয়েছে।
তৃণমূল সরকারের আমলে হওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ড সামনে আসার পর থেকেই কার্যত তোলপাড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই ঘটনার তদন্ত যতই এগিয়েছে, রাজ্যের শাসকদলের একের পর এক নেতা মন্ত্রী দের নাম জড়িয়েছে তাতে। দুর্নীতি কান্ডে গত বছর গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এই বিরাট নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে CMOH অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, 19 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি, 30 হাজার টাকা মাসিক বেতন
👉 চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 50 হাজার টাকা মাসিক বেতন
👉 কৃষি গবেষণা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ