ISRO তে চাকরি করার কথা ভাবছেন? এই কোর্সগুলি করা জরুরি

Thinking of getting a job in ISRO to take these courses

প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাসের পাতায় নাম তুলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরী করা চন্দ্রযান-3। আপনিও পরবর্তীতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) তে নিজের কেরিয়ার গড়তে চান? তাহলে কয়েকটি পয়েন্টের মাধ্যমে খুব সহজ ভাবে বুঝে নিন, ঠিক কীভাবে ইসরোতে কেরিয়ার গড়া সম্ভব।

প্রথমত, ইসরোতে জয়েন করতে হলে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই অঙ্ক, পদার্থবিদ্যারয়াসন থাকতে হবে। বিশেষ করে অঙ্কপদার্থবিদ্যা বিষয় দুটিতে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন।

দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের 75 শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে। এরপরে জেইই মেইন এবং জেইই অ্যাডভান্সড পরীক্ষা দিয়ে পছন্দ মত কোনো ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চে বিটেক অথবা বি.ই পড়তে হবে।

এক্ষেত্রে উল্লেখ্য, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, রেডিও ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বিষয়ে পড়াশোনা করলে খুব সহজেই ইসরোতে প্রবেশ করা সম্ভব।

তৃতীয়ত, ডিগ্রি কোর্স শেষ হবার পরে ইচ্ছুক প্রার্থীদের ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় বসতে হবে। এখানে অবশ্য একটি শর্ত রয়েছে। ডিগ্রি কোর্সে নূন্যতম 65 শতাংশ নম্বর থাকলেই এই পরীক্ষাতে বসা যাবে। পরীক্ষায় নির্বাচিত হলে এরপরে প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে।

চতুর্থত, বিটেক ছাড়াও কিন্তু ইসরোতে বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়া যায়। এর জন্য এমএসসি, এমই অথবা এমটেক এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের জিওফিজিক্স, জিওইনফরম্যাটিক্স, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স ইত্যাদি বিজ্ঞান এবং মহাকাশ সম্পর্কিত বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

পঞ্চমত, স্নাতকোত্তরের পর, ইচ্ছুক প্রার্থীদের ইসরোতে আবেদন করতে হবে। এরপরে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউতে পাশ করলেই মিলবে ইসরোতে বিজ্ঞানী হিসেবে যোগদানের সুযোগ।

তাহলে আর দেরী কিসের, চটপট স্বপ্ন ছোঁয়ার জন্য প্রস্তুতি শুরু করে ফেলুন!

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে চাকরি

👉 রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি ২০২৩, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে

👉 রাজ্যে কো অপারেটিভ সার্ভিসে অ্যাকাউনটেন্ট পদে চাকরি

👉 CMOH তে অনেকগুলি শূন্যপদে চাকরি, মাসিক বেতন 35 হাজার টাকা

👉 রাজ্যে হোস্টেলে গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, 31 আগস্ট অবধি আবেদন চলবে

Previous articleECIL এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 40 হাজার টাকা | ECIL Recruitment 2023
Next articleSAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here