নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই এই প্রশ্ন উঠে গেল। কারণ অতীতে টেট পরীক্ষায় যা ঘটেনি এবার তেমনই ঘটনা ঘটতে চলেছে। আর তাতেই চাকরিপ্রার্থীদের পাশাপাশি রাজ্যবাসীর একাংশ এমনই প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে।
কয়েকদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম যে চলতি বছরের শেষের দিকে ফের টেট পরীক্ষা নেওয়ার কথা চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই অনুমানকে সত্যি করে বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর পর্ষদ সভাপতি গৌতম পাল টেট পরীক্ষার কথা ঘোষণা করেন।
গত বছরের মত এবারেও ডিসেম্বর মাসে হবে টেট পরীক্ষা। পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর ২০২৩ সালের টেট পরীক্ষা আয়োজিত হতে চলেছে। এই কথা ঘোষণা করার পরমুহূর্তেই এবারের পরীক্ষা ঘিরে একগুচ্ছ বিতর্ক তৈরি হল। যা আগে কোনও টেটে হয়নি এবার তেমনই বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে।
প্রাথমিক টেট পরীক্ষা 2023 সম্পর্কিত কিছু কথা
১৩ সেপ্টেম্বর পর্ষদ সভাপতি গৌতম পাল টেট পরীক্ষার কথা ঘোষণা করেন এবং সেদিন রাতেই অর্থাৎ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পরের দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকেই চাকরিপ্রার্থীরা টেট পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করা শুরু করে দিতে পারবেন। যা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ দুর্গাপুজোর আগেই টেটের ফর্ম ফিলাপের পর্ব মিটিয়ে ফেলছে পর্ষদ। ফর্ম ফিলাপের জন্য চাকরিপ্রার্থীরা হাতে তিন সপ্তাহেরও কম সময় পাচ্ছেন। তাই বিশেষ দেরি না করে সময় থাকতেই ফর্ম ফিলাপ সেরে ফেলা উচিত।
যা আগে ঘটেনি তেমন কী ঘটতে চলেছে এবারের টেটে?
এবারের টেট পরীক্ষার ফি প্রায় সাড়ে তিন গুণ বেড়ে গেল! যোগ্য চাকরিপ্রার্থীরা শিক্ষক হওয়ার জন্য যখন রাস্তায় বসে আছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষা নিলেও যোগ্যদের চাকরি দিতে পারছে না।
ঠিক সেই পরিস্থিতিতে সবাইকে অবাক করে টেট পরীক্ষার ফর্ম ফিলাপের খরচ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল পর্ষদ।
টেট আবেদন ফি কত ছিল?
গত বছর সাধারণ শ্রেণি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীরা ১৫০ টাকা দিয়ে টেটের ফর্ম ফিলাপ করেছিলেন। ওবিসিদের ক্ষেত্রে পড়েছিল ১০০ টাকা এবং এসসি, এসটি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের দিতে হয়েছিল ৫০ টাকা করে।
টেট আবেদন ফি কত হলো?
কিন্তু এবার জেনারেল কাস্টের চাকরিপ্রার্থীদের টেটের ফর্ম ফিলাপের জন্য দিতে হবে ৫০০ টাকা! ওবিসিদের দিতে হবে ৪০০ টাকা এবং এসসি, এসটি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা দিয়ে টেটের ফর্ম ফিলাপ করতে হবে!
প্রাথমিক শিক্ষা পর্ষদের এই আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। অনুমান করা যায় রাজ্য শিক্ষা দফতরের ছাড়পত্র নিয়েই পর্ষদ টেস্টের যাবতীয় সিদ্ধান্ত নিয়েছে।
এই বিষয়টি উল্লেখ করে অনেক চাকরিপ্রার্থী প্রশ্ন তুলছেন, তবে কি অর্থসঙ্কটে ভোগা পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের বেতনের একাংশ টেট পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করতে চাইছে?
উল্লেখ্য গত বছর প্রায় ৭ লক্ষ চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় বসেছিলেন। এবারেও সংখ্যাটা তার কাছাকাছি পৌঁছবে বলে অনেকের অনুমান। সে ক্ষেত্রে টেট পরীক্ষার ফর্ম ফিলাপ বাবদ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মোটা টাকা আয় হবে তা বলার অপেক্ষা রাখে না।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 প্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল (Apply Now)
👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি
👉 রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একি বললেন অভিষেক ব্যানার্জী
👉 ২০১৭ সালের পর এবার রাজ্যে প্রচুর গ্রুপ-D নিয়োগ!
👉 পুজোর আগেই রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 14 ধরনের পদে চাকরি