Food SI Exam: এই বছর হবে না ফুড SI পরীক্ষা! তাহলে কবে হবে? বিস্তারিত জানুন

This year will not be food SI test! So when will it be?

1/7: 2019 সালের পর ফের 2023 সালে ফের অনুষ্ঠিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা। এর আগে পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই বছরে মোট 480 টি শূন্যপদ রয়েছে। তবে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে তেরো লক্ষের গন্ডি। মোট আবেদন জমা পড়েছে 13 লক্ষ 36 হাজার

2/7: কিন্তু পরীক্ষা কবে নেওয়া হবে, সেই বিষয়ে এতদিন ধোঁয়াশা ছিল। গতকাল পরীক্ষার দিন নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় কমিশনের তরফে। সেখানে জানানো হয়েছে, চলতি বছরে ফুড ইন্সপেক্টর নিয়োগের এই পরীক্ষাটি নেওয়া হবে না।

3/7: রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরে ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়াটির উদ্যোগ নিয়েছে সরকার, সেটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছর। সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাসেই এই পরীক্ষা নেওয়া হবে।

4/7: যদিও আগে কল্পনা করা হচ্ছিল, চলতি বছরের ডিসেম্বর মাসেই এই পরীক্ষা নেওয়া হবে। তাহলে হঠাৎ পরীক্ষা পিছিয়ে দেওয়া হল কেন? আসলে এই প্রসঙ্গে ধারণা করা হচ্ছে, অক্টোবরে দুর্গা পুজোর লম্বা ছুটির পরে নভেম্বর-ডিসেম্বরে ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষার দিন পূর্ব নির্ধারিত রয়েছে।

5/7: এর মধ্যে রয়েছে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা, যা আগামী 5 নভেম্বর নেওয়া হবে। এর ঠিক পরেই 10 ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে। এসবের পাশাপাশি নভেম্বর মাসে রয়েছে একাধিক উৎসব এবং ছুটি।

6/7: যেমন নভেম্বরের 12 তারিখ কালীপুজো ও দীপাবলির পাশাপাশি 19 তারিখে ছট পুজোর অনুষ্ঠান রয়েছে। এছাড়াও 26 নভেম্বর রয়েছে রাসযাত্রা। এত ছুটির মধ্যে ফের নতুন করে রাজ্য সরকারের পক্ষে ফুড এস আইয়ের পরীক্ষার আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

7/7: প্রসঙ্গত উল্লেখ্য, কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই ফুড এস আই পদের জন্য আবেদন করতে সক্ষম হয়েছিলেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন নেওয়া হয়েছিল গত 23 অগাস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম তথ্য কমিশনের তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হবে। সমস্ত আপডেটের জন্য কমিশনের ওয়েবসাইটে চোখ রাখুন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 SSC তে 84 হাজারের বেশি শূন্যপদে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি! ৬ ধরনের বাহিনীতে হবে নিয়োগ

👉 ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংস্থায় কর্মী নিয়োগ

👉 রাজ্যে 5 বছরের মধ্যে 80 হাজার স্পেশাল শিক্ষক নিয়োগের পরিকল্পনা! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

👉 রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাসিক বেতন কত?

👉 পরিবহন দপ্তরে গ্রুপ-বি এবং গ্রুপ-সি চাকরি, 20 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

Previous articleকল্যানী AIIMS এ লাইব্রেরিয়ান নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
Next articleWBPSC মিসলেনিয়াস নিয়োগ ২০২৩, প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here