চাকরির করতে যারা চান, তাদের অধিকাংশেরই পছন্দ সরকারি চাকরি। কেন্দ্রীয় সরকারের এমন বেশ কয়েকটি চাকরি আছে, যেগুলিতে নির্বাচিত হলে প্রার্থীরা মোটা অঙ্কের বেতন পেয়ে থাকেন। এই প্রতিবেদনে ভারতের সেরা আটটি বেশি বেতনের সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলিতে আকর্ষণীয় বেতনের সাথে সাথেই আপনি সম্মানও পাবেন। দেখে নিন তালিকা।
1. অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে পড়ে IAS, IPS এই পদগুলি। UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি পরীক্ষা নেওয়া হয় এবং ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হয়।
প্রথম পর্যায়ে একজন IPS এসপি (পুলিশ সুপার) এবং IAS কে কালেক্টর কাম ডিএম (জেলা ম্যাজিস্ট্রেট) হিসাবে পোস্টিং দেওয়া হয়। এই পদগুলিতে সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন দেওয়া হয়।প্রাথমিকভাবে 56,100 টাকা মাসিক বেতন পেয়ে থাকেন এই পদগুলিতে নির্বাচিত হওয়া প্রার্থীরা। তবে কেবল মোটা টাকা বেতনই নয়, এদের ভ্রমণ, স্বাস্থ্য, বাসস্থান সহ বহু ধরণের ভাতা বাবদও প্রচুর অর্থ দেওয়া হয়।
2. RBI Grade-B
ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ, আরবিআইয়ের গ্রেড-বি পদের ক্ষেত্রে প্রার্থীদের মোটা বেতন দেওয়া হয়ে থাকে। আরবিআই গ্রেড বি থেকে পরবর্তী সময়ে প্রার্থীরা ডেপুটি গভর্নর পদে উন্নীত হতে পারেন।
এই পদে নিয়োগের জন্য RBI আলাদাভাবে একটি পরীক্ষা নেয় এবং নির্বাচিত প্রার্থীরা তিন BHK ফ্ল্যাটের সাথে সাথে সন্তানদের বিনামূল্যে শিক্ষালাভের মত সুযোগ সুবিধা পান। এই পদে নির্বাচিতদের প্রথমে 67,000 টাকা মাসিক বেতন বাবদ দেওয়া হয়।
3. প্রফেসর
UGC এর স্কেল অনুয়ায়ী দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা অধ্যাপক ও লেকচারারদের শুরুর দিকে 56,100 টাকা বেতন দেওয়া হয়ে থাকে। পরবর্তীতে অভিজ্ঞতা ও পদোন্নতির মাধ্যমে এই বেতনই এক লাখের কোঠা ছাড়িয়ে যায়।
4. ডিফেন্স
ডিফেন্স অর্থাৎ সামরিক সুরক্ষা বাহিনী যেমন, ভারতীয় আর্মি, ভারতীয় নেভি এবং ভারতীয় এয়ারফোর্সের বিভিন্ন পদের কর্মীদের চোখ ধাঁধানো বেতন দেওয়া হয়। অন্যান্য ক্ষেত্রের মত এখানেও কর্মীদের বর্তমান পদ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন ঠিক হয়। উর্দ্ধতন অফিসাররা প্রায় 56,100 থেকে 2,50,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন।
5. DRDO অফিসিয়াল
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্ভুক্ত। এই সংস্থার সাথে যুক্ত সায়েনটিস্ট, রিসার্চার এবং ইঞ্জিনিয়ারদের আকর্ষণীয় বেতন দেওয়া হয়ে থাকে। এখানে পদ ও অভিজ্ঞতা অনুযায়ী কর্মীরা মাসে 50 হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
6. বিচারপতি
দেশের সমস্ত উচ্চ আদালতের বিচারপতিদের বেতনের অঙ্ক দারুণ ভারী। রাজ্যের হাইকোর্ট এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন শুরুই হয়ে থাকে 1 লাখ থেকে। যা পরবর্তীতে পৌঁছে যায় আড়াই লাখের কোঠায়। তবে, নিম্ন আদালতের বিচারপতিদের বেতনও বেশ চমকপ্রদ। 70 থেকে 90 হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন তাঁরা।
7. PSU অফিসার
PSU বলতে বোঝায় পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থাগুলিকে। দেশের কয়েকটি PSU হল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি), ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (বিএইচইএল) এবং ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) ইত্যাদি। এগুলিতে নানান ধরনের উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট ইত্যাদি সেক্টরগুলিতে যোগ্য প্রার্থীদের দেওয়া হয় মোটা বেতনের চাকরি।
8. ASO
ASO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদটি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স (পররাষ্ট্র মন্ত্রণালয়) এর অধীনস্থ। এখানে SSC CGL পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হয়।
নির্বাচিত হবার পর, প্রার্থীদের ভালোমানের কোয়ার্টারসহ মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। এছাড়াও ভালো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হয়ে থাকে। এই পদের ক্ষেত্রে প্রাথমিকভাবে, 1.25 লাখ টাকার কাছাকাছি বেতন দেওয়া হয়। অভিজ্ঞতা বৃদ্ধি এবং প্রমোশনের সাথে সাথে পরবর্তীতে বেতন আরও বৃদ্ধি পায়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ১১ হাজার শূন্যপদের প্যানেল থেকে B.Ed-দের কি বাদ দেওয়া হবে? কি বলছে প্রাইমারি পর্ষদ?
👉 রাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি
👉 ফুড SI এর ফর্ম ফিল আপ কত তারিখে শুরু হবে? জারি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি
👉 রাজ্যে IIT খড়্গপুরে AI কোর্সে ভর্তি চলছে, কোর্স করেই চাকরির সুযোগ
👉 THDC কোম্পানিতে সেক্রেটারি পদে চাকরি