কেন্দ্রে বাণিজ্য ও শিল্প দফতরে কর্মী নিয়োগ, 56 হাজার 100 টাকা মাসিক বেতন

trade and industry requirements 2023

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (QCI) হল কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প দফতরের অধীনস্থ একটি দফতর। এখানে গ্রুপ এ, গ্যাজেটেড পদে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনলাইনে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ প্রকাশ- 13.07.2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যেসব পদে নিয়োগ হবে

এক্সামিনার অফ পেটেন্ট এবং ডিজাইন / EXAMINER OF PATENTS & DESIGN এটি গ্রুপ এ, গ্যাজেটেড পোস্ট। এখানে বিভিন্ন বিষয়ের জন্য শূন্যপদ রয়েছে। এর মধ্যে রয়েছে,
1. Bio-Technology, 2. Bio-Chemistry, 3. Food Technology, 4. Chemistry, 5. Polymer Science and Technology, 6. Bio-Medical Engineering, 7. Electronics & Communication, 8. Electrical Engineering, 9. Computer Science & Information Technology, 10. Physics , 11. Civil Engineering, 12. Mechanical Engineering, 13. Metallurgical Engineering এবং 14. Textile Engineering বিষয়।

শূন্যপদ

এখানে বিভিন্ন শূন্যপদ মিলিয়ে মোট 553 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

নির্দিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা

21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

প্রার্থীদের মাসিক 56,100 – 1,77,500 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.qcin.org ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 1000 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC /ST /PwD/মহিলা দের আবেদন মূল্য বাবদ 500 টাকা দিতে হবে।

আবেদনের সময়সীমা

4 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

পরীক্ষার তারিখ

  • প্রিলিমিনারি পরীক্ষা – 3rd September 2023
  • মেনস পরীক্ষা – 1st October 2023
  • ইন্টারভিউ – 11th and 12th November 2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleEWS সার্টিফিকেটের জন্য আবেদন করুন, সরকারি চাকরির ক্ষেত্রে মিলবে সংরক্ষণ | West Bengal EWS Certificate Application
Next articleপ্রশিক্ষণের মাধ্যমে রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরি, জানুন বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here