UBKV তে অ্যাসিস্টেন্ট পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | UBKV Recruitment 2023

UBKV Recruitment 2023

কোচবিহার জেলার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানকার নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। চাকরির শর্তাবলী, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- UBKV/DR-289,

নোটিশ প্রকাশ- 21/08/2023

1. ফিল্ড অ্যাসিস্টেন্ট / Field Assistant

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- চার বছরের এগ্রিকালচার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে , সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- মাসিক 23,000 টাকা এবং 8% HRA বেতন বাবদ দেওয়া হবে।

2. জুনিয়র রিসার্চ ফেলো / Junior Research Fellow

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- সয়েল সায়েন্স নিয়ে মাস্টার্স পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে , GIS এবং সয়েল- ওয়াটার অ্যানালিসিস নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- মাসিক 31,000 টাকা এবং 8% HRA বেতন বাবদ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নিজের বায়োডেটা, সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

ইন্টারভিউয়ের তারিখ এবং সময়

1. JRF পদের জন্য, 31/08/2023 , দুপুর 12.00 টার সময়

2. Field Assistant পদের জন্য 31/08/2023 , দুপুর 01.00 টার সময়

ইন্টারভিউয়ের স্থান

Conference Room of the RKVY building, Uttar Banga Krishi Viswavidyalaya, Pundibari, Cooch Behar 

প্রয়োজনীয় নথি

1. পাসপোর্ট সাইজের ছবি

2. মাধ্যমিকের অ্যাডমিট

3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ

4. আপডেটেড সিভি

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে অনেকগুলি শূন্যপদে চাকরি

👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন

👉 WTL এ কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ, মাসিক বেতন 75 হাজার টাকা

👉 রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, শূন্যপদ কয়টি দেখুন

👉 ৪ বছর পর WBPSC এর মাধ্যমে ফুড SI নিয়োগ, এতটি শূন্যপদে চাকরি

Previous articleরাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে
Next articleফুড SI বুক লিস্ট ২০২৩ | WBPSC Food SI Book List 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here