মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক এন্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অন্তর্গত UIDAI বা আধার দপ্তরের তরফ থেকে বিভিন্ন পদের চাকরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
সিনিয়র অ্যাকাউন্ট অফিসার, একাউন্টেন্ট, সেকশন অফিসার সহ বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সকল পদের জন্যই উচ্চহারে বেতন দেওয়া হবে। রাজ্যের অন্তর্গত ছেলে কিংবা মেয়ে উভয় চাকরিপ্রার্থীদের কাছে নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এটি একটি অন্যতম সুযোগ।
চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে এক নজরে জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য। আধার দপ্তরে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি প্রভৃতি তথ্যের বিবরণ নিচের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এক এক করে জেনে নিন।
UIDAI Aadhaar Department Various Post Recruitment
নোটিশ নম্বরঃ A-12013/21/Deputation/RO Lucknow/20-UIDAI
নোটিশ প্রকাশের তারিখঃ 16.09.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ সিনিয়র অ্যাকাউন্ট অফিসার (Senior Account Officer)
বেতনঃ পে মেট্রিক্স লেভেল 10 অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা MBA পাশ করে থাকতে হবে। এছাড়াও SAS বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ করে থাকলেও আবেদন করা যাবে। এছাড়াও ISTM দ্বারা স্বীকৃত যেকোন অর্গানাইজেশন থেকে ক্যাশ & অ্যাকাউন্ট ট্রেনিং নেওয়া থাকলেও আবেদন করা যাবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার (Assistant Account Officer)
বেতনঃ পে মেট্রিক্স লেভেল 8 অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্যও আবেদন প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা MBA পাশ করে থাকতে হবে। এছাড়াও SAS বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ করে থাকলেও আবেদন করা যাবে। এছাড়াও ISTM দ্বারা স্বীকৃত যেকোন অর্গানাইজেশন থেকে ক্যাশ & অ্যাকাউন্ট ট্রেনিং নেওয়া থাকলেও আবেদন করা যাবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ অ্যাকাউন্টেন্ট (Account)
বেতনঃ পে মেট্রিক্স লেভেল 5 অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং এর সঙ্গে রাজ্য সরকার বা যেকোনো অটোনোমাস অর্গানাইজেশনের রেগুলার পোস্টে কর্মরত অবস্থায় থাকতে হবে। এছাড়াও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(4) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (Assistant Section Officer)
বেতনঃ পে মেট্রিক্স লেভেল 6 অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ রাজ্য সরকার বা যেকোনো অটোনোমাস অর্গানাইজেশনের রেগুলার পোস্টে কর্মরত অবস্থায় থাকতে হবে।
এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটর এস্টাবলিশমেন্ট হিউম্যান রিসোর্স ফাইনান্স একাউন্টস বাজেটিং প্রভৃতি বিষয়ে যথেষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
মোট শূন্যপদঃ 3 টি।
বয়সসীমাঃ
উপরের সমস্ত পদের ক্ষেত্রেই আবেদন প্রার্থীর বয়স 23.10.2022 তারিখ অনুযায়ী 56 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতিঃ
- আধার দপ্তরের অন্তর্গত ওপরের সমস্ত পদগুলির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার ফর্মটি অসিসিয়াল নোটিশের সাথে দেওয়া আছে।
- তাই যে সমস্ত প্রার্থীরা উপরের নির্দিষ্ট কোনো পদের জন্য আবেদন করতে চায় তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
- ডাউনলোড করা অফিসিয়াল নোটিশের 4 নং পেজে থাকা আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
- সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 3rd Floor, Uttar Pradesh Samaj Kalyan Nirman Nigam Building, TC-46/ V, Vibhuti Khand, Gomti Nagar, Lucknow- 226010.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 16.09.2022 |
আবেদন শুরু | 16.09.2022 |
আবেদন শেষ | 31.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের স্কুলে লাইব্রেরিয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি