ইউনিয়ন ব্যাঙ্কে ক্লার্ক এর চাকরি, ৪৭ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন | Union Bank of India Clerk Recruitment

ভারতের ইউনিয়ন ব্যাংক (Union Bank of India)-এ ক্লার্ক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যারা ব্যাংকে চাকরি করার কথা ভাবছেন তাদের এটি একটি ভালো খবর হতে চলেছে। স্পোর্টস কোটায় ক্লার্ক পদে নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্কের তরফে। এখানে কেবলমাত্র মহিলা ক্রীড়াবিদরা আবেদন করতে পারবেন। আসুন জেনে নেওয়া নিয়োগের বিস্তারিত বিষয়াদি। 

নোটিশ প্রকাশ – 19/04/2023

যে পদে নিয়োগ হবে

ক্লার্ক (Single Window Operator-‘A’/Clerk) 

মোট শূন্যপদ

এখানে মোট 11 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করা জন্য প্রার্থীদের-

(1) ভারতের মহিলা নাগরিক হতে হবে।

(2) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

(3) হকি খেলাতে রাজ্য / কেন্দ্রীয় / আন্তর্জাতিক স্তরে পুরস্কার পেয়ে থাকতে হবে।

বয়সসীমা

18 থেকে 28 বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে।

বেতন এর পরিমান

নির্বাচিত প্রার্থীদের 17,900 থেকে 47,920 টাকা অবধি বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ হবে তিনটি ধাপে। Sports Proficiency তে 50 নম্বর, Field Trial এ 100 নম্বর এবং Written Test এ 50 নম্বর থাকবে। তিনটি ধাপ মিলিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করে প্রার্থীদের নির্বাচন করা হবে। কেবলমাত্র মুম্বাইতেই পরীক্ষাগুলি নেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য, www.unionbankofindia.co.in এই ওয়েবসাইটে গিয়ে ‘Recruitments’ অপশনে ক্লিক করে ‘Click to ‘View the Current Recruitment’ অপশনটি বেছে নিতে হবে। এরপর “Recruitment of Meritorious Female Sportspersons” অপশনটি ক্লিক করে ফের “CLICK HERE TO APPLY ONLINE” অপশনটি বেছে নিতে হবে।

এরপর নিজের যাবতীয় ডিটেইলস দিয়ে ফর্মটি পূরণ করে আবেদন মূল্য প্রদান করে সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

আবেদন মূল্য নিম্নরূপ- 

UR/OBC – 850/- টাকা এবং SC/ST/PwBD – 175/- টাকা।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন হল 09/05/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous article৫৪ লক্ষ টাকা দিয়েও হলো না চাকরি! প্রমান সহ CBI-এর কাছে হাজির হলেন এই যুবক
Next articleদীর্ঘ দিন পর রাজ্যের মাদ্রাসা গুলিতে গ্রুপ-ডি, ক্লার্ক, শিক্ষক নিয়োগ! অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here