আপনি কি ব্যাঙ্কের চাকরি করতে ইচ্ছুক? তাহলে আজকে আপনার জন্য রয়েছে একটি সুখবর। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পরেই আমরা আপনাকে জানাচ্ছি। আপনি চাইলেই নিচের লিঙ্কে ক্লিক করে নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারেন।
ভারতের ইউনিয়ন ব্যাংকের এই চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই কি কি পদে নিয়োগ করা হবে, কত বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত দরকার, শূন্যপদের সংখ্যা কত আবেদন কিভাবে করতে হবে প্রভৃতি গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্যগুলি জেনে নিন।
Union Bank of India Recruitment 2023
ইউনিয়ন ব্যাংকে নিয়োগের বিস্তারিত তথ্য
(1) পদের নামঃ চিফ ম্যানেজার (Chief manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 76,010 থেকে শুরু করে 89890 টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য যোগ্যতাঃ যেকোনো ICAI স্বীকৃত প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে। এর সঙ্গে 6 বছর CA হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(2) পদের নামঃ সিনিয়র ম্যানেজার (Senior Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 63,480 থেকে শুরু করে 78,230 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সঙ্গে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 34 টি।
(3) পদের নামঃ ম্যানেজার (Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 48,170 থেকে শুরু করে 69,810 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সঙ্গে 2 বছরের থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 22 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
নিয়োগ পদ্ধতি
উপরে আলোচিত সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।
- অনলাইন এক্সামিনেশন (Online Examination)
- গ্রুপ ডিসকাশন (Group Discussion)
- পার্সোনাল ইন্টারভিউ (Personal Interview)
আবেদন প্রক্রিয়া
সমস্ত ইচ্ছুক এবং যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীদের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য কি কি করতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
(2) অফিসিয়াল ওয়েবসাইটে Recruitment অপশনে ক্লিক করলে সামনে একটি নতুন পেজ খুলবে।
(3) এবার সেই পেজে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী APPLY বাটনে ক্লিক করতে হবে।
(4) এরপরে আবেদনকারী প্রার্থীকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
(5) রেজিস্ট্রেশন করার পর আবেদন পত্রটিকে নির্দিষ্ট পদ অনুযায়ী ভালোভাবে পূরণ করতে হবে।
(6) আবেদনপত্র পূরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(7) সবশেষে কাস্ট অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
অনলাইন আবেদন ফি
- OBC- 850 টাকা
- SC/ST/PWBD- 150 টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 23.01.2023 |
আবেদন শুরু | 23.01.2023 |
আবেদন শেষ | 12.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Download
✅ আবেদন করার লিংক- Apply Now
✅ প্রতিদিনের চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ইন্ডিয়ান কোস্ট গার্ড নিয়োগ 2023
🎯 রাজ্যে ২২ হাজার টাকা বেতনে চাকরি
🎯 কোল ফিল্ডে গ্রুপ-C, গ্রুপ-B পদে চাকরি