প্রতিদিনের মতো আজকেও আরো একটি নতুন কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেট রয়েছে আপনার জন্য। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে (বন দপ্তরে) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ‘ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস’ এ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করল। প্রথমেই জানানো ভালো এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি, তাই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদেরও আবেদন করার সুযোগ রয়েছে।
Indian Forest Service Recruitment 2022
নিয়োগ করা হবেঃ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর অধীনে
বয়সসীমাঃ
- আবেদনকারীর বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
- 01 আগস্ট 2001 তারিখের পরে জন্ম হলে আবেদন করা যাবে না।
- 02 আগস্ট 1990 তারিখের আগে জন্ম হলে আবেদন করা যাবে না।
- 01 আগস্ট 2022 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে।
- ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেণিরা ৩ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ নিচের দেওয়া যেকোনো একটি বিষয়ে আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology or a Bachelor’s degree in Agriculture, Forestry।
শুন্যপদঃ 151 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
নিম্নলিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে-
(1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)
(2) মেন পরীক্ষা (Main Examination)
(3) ইন্টারভিউ (Interview)
প্রিলিমিনারি পরীক্ষার সেন্টারঃ ভারতের বিভিন্ন শহরে পরীক্ষার সেন্টার রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের কোলকাতা এবং শিলিগুড়িতে এই পরীক্ষার সেন্টার করা হয়েছে।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধ্যমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে আবেদন করতে হবে। দুটি স্টেপে আবেদন করতে হবে। প্রথম স্টেপে, প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর দ্বিতীয় স্টেপে, লগ ইন করে অনলাইনে ফর্ম পূরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই মুহুর্তে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। যা চলবে আগামী 22 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। আবেদনের জন্য রেজিস্ট্রেশন এবং লগ ইন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা ঐ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে।
আবেদন ফিঃ
আবেদন করা জন্য 100 টাকার আবেদন ফি জমা দিতে হবে। মহিলা, SC, ST, PwBD শ্রেনির আবেদনকারীদের কোনো আবেদন ফি জমা করার দরকার নেই।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 02.02.2022 |
আবেদন শুরু | 02.02.2022 |
আবেদন শেষ | 22.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ 1. আবেদন করার জন্যঃ Registration
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- ভারতীয় ডিফেন্সে গ্রুপ-C সিভিলিয়ান নিয়োগ
- রাজ্যে পাবলিক স্কুলে গ্রুপ-D, স্টাফ এবং শিক্ষক নিয়োগ
- রাজ্যে ফুড সাপ্লাই বিভাগে গ্রুপ-C কর্মী নিয়োগ