পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির খুবই দারুন একটি আপডেট নিয়ে হাজির kajkarmo.com। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি (UNIVERSITY B.T. & EVENING COLLEGE)-এ গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিষয় জানানো হয়েছে। আমরা আজকের পোষ্টে এই চাকরির নিয়োগের বিস্তারিত তথ্য আপনার সাথে শেয়ার করব।
আপনি কি UNIVERSITY B.T. & EVENING COLLEGE এর গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরির জন্য আবেদন করতে চান? তাহলে অবশ্যই কোন কোন পদে নিয়োগ করা হবে, শুন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
- গ্রুপ-C
(1) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
- গ্রুপ-D
(1) লাইব্রেরি অ্যাটেনড্যান্ট (Library Attendant)
(2) অফিস পিওন (Office Peon)
(3) জুনিয়র দারোয়ান (Junior Darwan)
(4) জুনিয়র ইলেকট্রিশিয়ান (Junior Electrician)
(5) জুনিয়র জমাদার (Junior Jamadar)
বেতনঃ
গ্রুপ-C (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট) পদের ক্ষেত্রে মাসিক বেতন 7,200 – 25,400 টাকা
গ্রুপ-D পদগুলির ক্ষেত্রে মাসিক বেতন 5,400 – 18,600 টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ
গ্রুপ-C (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট)- ব্যাচেলর বা গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, ইংরেজিতে দক্ষ হতে হবে এবং যেকোনো প্রতিষ্ঠানে ক্লার্কিয়াল কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রুপ D- অষ্টম শ্রেণি পাশ করা থাকলেই প্রতিটি গ্রুপ ডি পদের জন্য আবেদন করা যাবে।
বয়সসীমাঃ
গ্রুপ D এবং গ্রুপ C সমস্ত পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেণিরা 5 বছরের এবং OBC শ্রেনিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে।
শুন্যপদঃ
- গ্রুপ-C
(1) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- 3 (UR-1, ST-1, OBCA-1)
- গ্রুপ-D
(1) লাইব্রেরি অ্যাটেনড্যান্ট- 1 (UR)
(2) অফিস পিওন- 1 (ST)
(3) জুনিয়র দারোয়ান- 1 (UR)
(4) জুনিয়র ইলেকট্রিশিয়ান- 1 (UR)
(5) জুনিয়র জমাদার- 1 (UR)
নিয়োগ প্রক্রিয়াঃ
গ্রুপ C: লিখিতপরীক্ষা- 150 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট- 50, ইন্টারভিউ- 20
গ্রুপ D: সরাসরি ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট (www.ubtec.org.in) থেকে। আপনার সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে দেওয়া হল। ওখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। লিংকে ক্লিক করে আবেদন করার পেজ খুললে প্রথমে কোন পদের জন্য আবেদন করতে চান সেটি নির্বাচন করবেন। তারপর নতুন একটি ফর্ম খুলে যাবে সেটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে।
আবেদন ফিঃ
- General & OBC- 300 টাকা
- ST/SC- 250 টাকা (অনলাইনের মাধ্যমে আবেদন ফি দিতে হবে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 06.12.2021 |
আবেদন শুরু | 06.12.2021 |
আবেদন শেষ | 06.01.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।