দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সে 13 ধরণের শূন্যপদ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় পুরষ, মহিলা নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- MC/CCS/NT-I/2023
নোটিশ প্রকাশের তারিখ- 22/08/2023
যে পদে নিয়োগ করা হবে
1. লেডি মেডিকেল অফিসার / Lady Medical Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
2. ইনফরমেশন সায়েন্টিস্ট / Information Scientist
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
3. সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট / Senior Personal Assistant
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
4. সিকিউরিটি অফিসার / Security Officer
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
5. অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার / Assistant Security Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
6. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট / Senior Assistant
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
7. সিনিয়র টেকনিশিয়ান / Senior Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
8. টেকনিশিয়ান / Technician
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
9. মিউজিয়াম কিউরেটর / Museum Curator
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
10. অ্যাসিস্ট্যান্ট / Assistant
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
11. ডিসপ্যাচ রিডার / Dispatch Rider
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
12. রিসেপশনিস্ট / Receptionist
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
13. জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট / Junior Work Assistant
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে মোট 13 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন লেভেল 2 থেকে সর্বোচ্চ লেভেল 10 পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://www.ucms.ac.in/administration/showcareers ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
পুরুষ UR/OBC/EWS প্রার্থীদের 500 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
14/10/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 NBEMS এ গ্রুপ-A, B, C পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 Food SI Exam Date: ফুড SI পরীক্ষা কবে হবে? জানা গেল সম্ভাব্য তারিখ
👉 জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 13 হাজার 500 টাকা
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, মোট 9 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 ৭৫০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি নিয়োগ, জানুন নিয়োগের বিস্তারিত আপডেট