রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়ো সুখবর। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট আট ধরণের শূন্যপদ রয়েছে। অফলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 01 (09/2023/NON-TEACHING)
নোটিশ প্রকাশের তারিখ- 06.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. ডেপুটি রেজিস্টার / Deputy Registrar
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
2. অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার / Assistant Registrar
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
3. ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার / Training and Placement Officer
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
4. ডেপুটি প্লেসমেন্ট অফিসার / Deputy Placement Officer
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
5. অ্যাকাউন্টস অফিসার / Accounts Officer
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
6. Executive Director-Centre for Incubation, Consultancy & Entrepreneurship
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
7. কম্পিউটার প্রোগামার / Computer Programmer
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
8. অফিস অ্যাসিস্ট্যান্ট / Office Assistant
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
উপরের পদগুলিতে আবেদন করার জন্য যে প্রস্তাবিত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন সেই বিষয়ে বিশদভাবে জানতে নীচের লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সের উল্লেখ আছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
মাসিক বেতন
পদ অনুসারে এখানে আলাদা আলাদা পে স্কেল রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এর পরে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে। সাবমিট করা ফর্মের প্রিন্ট আউটটি সমস্ত প্রয়োজনীয় নথি সহযোগে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
The Register, St. Xavier’s University, Kolkata Premises No. IIIB – 1, Action Area IIB P.S. Techno City, Kolkata 700 160
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 24/09/2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত।
আবেদন ফর্মটি পাঠাবার শেষ দিন 27/09/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি
👉 রাজ্যে ৩৬ হাজার অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগের আপডেট, অষ্টম শ্রেনি ও মাধ্যমিক পাশে মিলবে চাকরি
👉 রাজ্যে সরকারি কোচিং সেন্টারে টিচিং পদে বিভিন্ন ফ্যাকাল্টিতে চাকরি
👉 প্রাইমারি শিক্ষক নিয়োগে আর সমস্যা থাকবে না! পর্ষদ সভাপতির মন্তব্যে আশার আলো
👉 শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ইনল্যান্ড মাস্টার পদে চাকরি, মাসিক বেতন 40 হাজার টাকা