ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) অর্থাৎ UPSC-এর তরফে Combined Medical Service Examination এর মাধ্যমে মেডিক্যাল সার্ভিসে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। দেশের সমস্ত যোগ্য ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। পোস্টিং দেওয়া হতে পারে দেশের যে কোনো প্রান্তে। এই নিয়োগের বিষয়ে বিশদভাবে নীচে আলোচনা করা হল।
নোটিশ নং – 08/2023-CMS
নোটিশ প্রকাশ – 19.04.2023
যে সমস্ত পদে নিয়োগ করা হবে
মেডিকেল অফিসার পদে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের, তবে বেশ কয়েকটি ভাগ রয়েছে এখানে।
1. Medical Officers Grade in General Duty Medical Officers
এখানে 584 টি শূন্যপদ রয়েছে।
2. Assistant Divisional Medical Officer in the Railways
এখানে 300 টি শূন্যপদ রয়েছে।
3. General Duty Medical Officer in New Delhi Municipal Council
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
4. General duty Medical Officer Gr-II in Municipal Corporation of Delhi
এখানে 376 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
উপরের সমস্ত পদের জন্য যোগ্যতা এক রাখা হয়েছে। কেবলমাত্র MBBS ডিগ্রি এবং এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
32 বছরের নীচে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
চাকরির বেতন
এখানে প্রার্থীদের পে ম্যাট্রিক্স 10 অনুসারে 56,100-1,77,500 টাকা অবধি বেতন দেওয়া হবে। সাথে বিভিন্ন অ্যালাউন্সও দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষায় 2 টি পেপার থাকবে।
- পেপার 1 এবং পেপার 2 দুটি মিলিয়ে মোট 500 নম্বরের লিখিত পরীক্ষা হবে।
- লিখিত পরীক্ষায় পাশ করলে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে।
নিয়োগের স্থান
দেশের যে কোনো প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। https://upsc.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে Registration Form (Online) অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
নিচে আবেদন করার অফিসিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করেও ইচ্ছুক এবং যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR এবং OBC পুরুষ দের 200 টাকা টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। তবে বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য রাখা হয়নি এখানে।
আবেদনের সময়সীমা
09.05.2023 তারিখের 06.00 pm এর মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- CRPF গ্রুপ-B এবং গ্রুপ-C নিয়োগ ২০২৩
- দক্ষিণ-পূর্ব রেলে চাকরির বিজ্ঞপ্তি
- ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ
- IIM কলকাতায় চাকরি