ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) অর্থাৎ UPSC এর তরফে the Post of National Defence Academy (NDA) এবং Naval Academy Examination এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি এবং এয়ারফোর্সে অফিসার নিয়োগ করা হয়ে থাকে। দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনে। আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নম্বর – 10/2023-NDA-II
নোটিশ প্রকাশের তারিখ – 17.05,2023
নিয়োগের বিস্তারিত বিষয়
1. ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি / National Defence Academy
এর আওতায় রয়েছে তিনটি উইংস।
(i) আর্মি (Army)
শূন্যপদ – 208 টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে 10 টি মহিলাদের জন্য।
(ii) নেভি (Navy)
শূন্যপদ – 42 টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে 12 টি মহিলাদের জন্য বরাদ্দ।
(iii) এয়ারফোর্স (Airforce)
শূন্যপদ – 120 টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে 30 টি মহিলাদের জন্য বরাদ্দ।
2. নেভাল অ্যাকাডেমি / Naval Academy
শূন্যপদ – 25 টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে 7 টি মহিলাদের জন্য বরাদ্দ।
যোগ্যতা – আর্মিতে আবেদন করার জন্য, প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এয়ারফোর্স এবং নেভিতে আবেদন করার জন্য, প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে Physics, Chemistry এবং Mathematics নিয়ে পাশ করে থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 18 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জন্ম হতে হবে 02nd January, 2005 থেকে 1st January, 2008 তারিখের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম – এখানে 56,100 টাকা প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্টের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের http://upsc.gov.in) ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করে নিজেদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। নথি, ছবি, স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে ফর্মটি। সাথে দিতে হবে আবেদন মূল্য।
আবেদন মূল্য
কেবলমাত্র GEN, OBC, EWS পুরুষ প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 100 টাকা দিতে হবে।
আবেদনের সময়সীমা
এক্ষেত্রে আবেদনের শেষ দিন হচ্ছে 06/06/2023 তারিখের বিকেল 06.00 টায়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- RCF-এ AO পদে চাকরি, 59 হাজার 610 টাকা মাসিক বেতন
- স্বামী বিবেকানন্দ ইন্সটিটিউটে ক্লার্ক সহ ১৮ ধরনের পোস্টে চাকরি
- রেলটেল কর্পোরেশনে GM পদে চাকরি
- গৃহ মন্ত্রনালয়ে চাকরি, 34 হাজার টাকা মাসিক বেতন