ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে 29 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট 10 ধরণের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি রয়েছে। এই প্রতিবেদনে সব কটি পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
1. Specialist Grade III Assistant Professor (Cardiology)
শূন্যপদ- 9 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের MBBS ডিগ্রি সহ Doctorate of Medicine (Cardiology); or Diplomate National Board (Cardiology) ডিগ্রি থাকতে হবে। সাথে 3 বছরের সিনিয়র রেসিডেন্ট অথবা টিউটর পদে অথবা সমতুল্য কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 11 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
2. Assistant Director Census Operations (Technical)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Statistics / Operational Research / Population
Sciences / Demography / Mathematical Statistics / Applied Statistics এ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
3. Deputy Director
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Statistics / Operational Research / Population Sciences / Demography / Mathematical Statistics / Applied Statistics এ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 11 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
4. Assistant Professor (Botany)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Botany তে নূন্যতম 55% সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে NET অথবা Ph.D থাকতে হবে এই বিষয়ে।
বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
5. Assistant Professor (Chemistry)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Chemistry তে নূন্যতম 55% সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে NET অথবা Ph.D থাকতে হবে এই বিষয়ে।
বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
6. Assistant Professor (English)
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের English এ নূন্যতম 55% সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে NET অথবা Ph.D থাকতে হবে এই বিষয়ে।
বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
7. Assistant Professor (Hindi)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Hindi তে নূন্যতম 55% সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে NET অথবা Ph.D থাকতে হবে এই বিষয়ে।
বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
8. Assistant Professor (History)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের History তে নূন্যতম 55% সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে NET অথবা Ph.D থাকতে হবে এই বিষয়ে।
বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
9. Assistant Professor (Mathematics)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Mathematics এ নূন্যতম 55% সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে NET অথবা Ph.D থাকতে হবে এই বিষয়ে।
বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
10. Assistant Professor (Tamil)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Tamil এ নূন্যতম 55% সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে NET অথবা Ph.D থাকতে হবে এই বিষয়ে।
বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য http://www.upsconline.nic.in. এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন মূল্য
SC/ST/PwBD/Women ছাড়া বাকি প্রার্থীদের 25 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু- 26/08/2023
- আবেদন শেষ- 14/09/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 হিন্দুস্থান কপার লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে চাকরি, তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করুন
👉 রাজ্যে নতুন করে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বাড়ানো হচ্ছে বয়সসীমা
👉 SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
👉 NITTTR তে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি জারি