উচ্চ মাধ্যমিকে টুকলি আটকাতে নতুন যন্ত্র ব্যবহার, কিভাবে কাজ করবে জানাল পর্ষদ

Use of new devices to prevent scoliosis in Hs Exam

1/9: পশ্চিমবঙ্গ বোর্ডের অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মত পরীক্ষাগুলিতে টুকলির ঘটনা নতুন নয়। তবে এবছর কড়া হাতে টুকলি রুখতে সচেষ্ট পর্ষদ। তাই এবারে উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবহৃত হবে নতুন এক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে ধরা হবে, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছে কোনো ইলেকট্রনিকস যন্ত্র রয়েছে কিনা।

2/9: যন্ত্রটির নাম রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা সংক্ষেপে আরএফডি (RFD)। এই আরএফডি যন্ত্রটি পরীক্ষার্থীরা বেআইনি ভাবে পরীক্ষার হলে মোবাইল সহ কোনো ইলেকট্রনিকস যন্ত্র নিয়ে ঢুকলেই তাকে ধরে ফেলবে।

3/9: আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ মার্চ। ছাত্র ছাত্রীরা সকাল 10.00 টা থেকে 1.15 পর্যন্ত নির্দিষ্টকেন্দ্রে পরীক্ষা দেবেন। দুপুর 12.45 মিনিটের আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র ছেড়ে বেরোতে পারবে না।

4/9: এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 8 লক্ষ 52 হাজার যা গত বছরের তুলনায় প্রায় 1 লক্ষ 10 হাজার বেশি। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া ঘোষণা করা হল পর্ষদের তরফে।

5/9: ইতিমধ্যেই পর্ষদের তরফে সারা রাজ্যের মধ্যে প্রায় ২০৬ টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে ফেলা হয়েছে। এই ২০৬ টি পরীক্ষাকেন্দ্রের প্রতিটিতে পরীক্ষার দিনগুলোতে ব্যবহার করা হবে মেটাল ডিটেক্টর

6/9: এরই সাথে পুলিশের সাহায্য নিয়ে পরীক্ষার্থীদের ব্যাগের তল্লাশিও চলবে। তবে পুলিশের তল্লাশি, মেটাল ডিটেক্টরের নজর এড়িয়েও যদি পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়েন, তবে তাদের মুহূর্তের মধ্যে ধরে ফেলবে এই আরএফডি

7/9: শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে। বৈঠকে জানানো হয়- ‘পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যায়, তবে সেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং সে ভবিষ্যতে আর কখনওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না।’

8/9: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোবাইল দেখে টুকলি এবং প্রশ্ন ফাঁসের ঘটনা আগে কয়েকবার ঘটেছে। এসব আটকানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। আগের বছর গন্ডগোল এড়াতে পরীক্ষার হল সংলগ্ন গোটা এলাকার নেটওয়ার্কও বন্ধ রাখা হয়েছে পরীক্ষার সময়ে।

9/9: তবে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোনের প্রবেশ রুখতে আরও আধুনিক পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের স্কুল স্তরের কোনো পরীক্ষাতে এই প্রথমবার ‘রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর’ বা আরএফডি ব্যবহার করতে চলেছে পর্ষদ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇