বিশ্ব ভারতীতে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C চাকরি! নির্দিষ্ট পদে আবেদন করুন | Visva-Bharati University Group A, B, C Recruitment

Visva-Bharati University Group A B C Recruitment

রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল বীরভূম জেলার শান্তিনিকেতনে অবস্থিত বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)। এখানে 709 টি শূন্যপদে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পোস্টে নিয়োগ করা হবে।

এই নিয়োগের জন্য শূন্যপদের কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। মোট 30 ধরণের পোস্টে নিয়োগ করা হবে এখানে। কোন কোন পোস্টে নিয়োগ হবে, শূন্যপদ কয়টি থাকছে, কিভাবে আবেদন করতে হবে তা নিচের দেওয়া তথ্য থেকে দেখে নিন। 

নোটিশ নং – 1/2023

নোটিশ প্রকাশ – 17/04/2023

যে সমস্ত পদে নিয়োগ হবে

মোট 30 ধরণের পদে এখানে নিয়োগ হবে, সেই পদ গুলির নাম এবং শূন্যপদের বিবরন নিচে দেওয়া হল। 

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা- 

1) Registrar – (01)

(2) Finance Officer – (01)

(3) Librarian – (01)

(4) Deputy Registrar – (01)

(5) Internal Audit Officer – (01)

(6) Assistant Librarian – (06)

(7) Assistant Registrar – (02)

(8) Section Officer – (04)

(9) Assistant/Senior Assistant – (05)

(10) Upper Division Clerk/Office Assistant – (29)

(11) Lower Division Clerk/Junior Office Assistant cum Typist – (99)

(12) Multi-Tasking Staff (MTS) – (405)

(13) Professional Assistant – (05)

(14) Semi Professional Assistant – (04)

(15) Library Assistant – (01)

(16) Library Attendant – (30)

(17) Laboratory Assistant – (16)

(18) Laboratory Attendant – (45)

(19) Assistant Engineer (Electrical) – (01)

(20) Assistant Engineer (Civil) – (01)

(21) Junior Engineer (Civil) – (09)

(22) Junior Engineer (Electrical)- (01)

(23) Private Secretary/PA – (07)

(24) Personal Assistant – (08)

(25) Stenographer – (02)

(26) Senior Technical Assistant – (02)

(27) Technical Assistant – (17)

(28) Security Inspector – (01)

(29) Senior System Analyst – (01)

(30) System Programmer – (03)

মোট শূন্যপদ

এখানে সব মিলিয়ে মোট 709 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে এখানে। নূন্যতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি চাওয়া হয়েছে পদ অনুসারে। বিস্তারিত জানতে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা

পদ অনুসারে বিভিন্ন বয়সসীমা রয়েছে এখানে। তবে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 57 বছর বয়সী ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় মিলবে।

বেতন কাঠামো

পদ অনুয়ায়ী গ্রুপ এ, বি, সি এই তিন ধরণের বেতনক্রম আছে। লেভেল 1 থেকে লেভেল 14 অবধি বেতনক্রম হিসেবে এখানে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

প্রতিটি পদের জন্য আলাদা রকমের নিয়োগ পদ্ধতি রয়েছে। কোথাও কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, আবার কোনো পোস্টের জন্য ট্রেড বা টেকনিক্যাল টেস্ট নেওয়া হবে। বিশদভাবে জানতে নিচের লিংকে ক্লিক করে অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে দেখে নিন।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। https://vbharatirec.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ‘Registration’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর পদ অনুযায়ী নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে আমরা দিয়ে রেখেছি। নিচের লিংকে ক্লিক করেই সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন আবেদন মূল্য রয়েছে। প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য ধার্য করা আবেদন মূল্য জমা দিতে হবে। তবে মহিলা এবং PWD প্রার্থীদের কোনো পোস্টের জন্যই কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা

16 মে (16.05.2023), 11.59 P.M. এর মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇