পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের একটি প্রজেক্টে ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরিতে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রথমে জানিয়ে রাখি, কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালের ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ- এর অধীনে নিয়োগটি করা হচ্ছে।
আজকের এই VRDL প্রোজেক্টের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শূন্যপদ কয়টি রয়েছে, ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবে তা নিচে এক এক করে জানিয়েছি। আবেদন করতে চাইলে অবশ্যই ভালো করে জেনে নিন।
VRDL Project DEO Recruitment
VRDL প্রোজেক্টে নিয়োগের বিস্তারিত তথ্য (VRDL Project Recruitment Details)
নোটিশ মেমো নম্বর: 6247
নোটিশ প্রকাশের তারিখ: 20.12.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
মাসিক বেতন:
প্রতি মাসে 20,000 (কুড়ি হাজার) টাকা।
বয়সসীমা:
18 থেকে 35 বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সের হিসাব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে। সেইসাথে ইংরেজিতে ভালো জ্ঞান থাকা অবশ্যক।
- Microsoft Word এবং অন্যান্য সম্পর্কিত সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং ডাটা হ্যান্ডেলিং এর কাজের দক্ষতা সহ কম্পিউটার স্কিল থাকতে হবে।
- হেলথ কেয়ার সেক্টরে ডাটা এন্ট্রি (Data Entry) কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে প্রতি মিনিটে 40 টি শব্দ টাইপ করতে করতে হবে।
শূন্যপদ:
1 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে একটি কারিকুলাম ভাইটা অর্থাৎ বায়োডাটা বানিয়ে নিতে হবে।
(2) ওই বায়োডাটা তে আবেদনকারী কে তার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশে প্রাপ্ত নম্বর সহ অন্যান্য দরকারি তথ্য গুলি লিখতে হবে।
(3) কারিকুলাম ভাইটা অর্থাৎ বায়োডাটা রেডি করার পর সেটি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Director, IPGME&R,
244, A.J.C Bose Road, Kolkata- 20.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 20.12.2022 |
আবেদন শুরু | 20.12.2022 |
আবেদন শেষ | 30.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇