পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর এর তরফ থেকে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি পশ্চিম বর্ধমান জেলায় করা হবে। তবে রাজ্যের প্রতিটি জেলা থেকেই ছেলেমেয়ে সকলেই তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন।
প্রথমে আপনাকে জানিয়ে রাখছি, গেস্ট টিচার পদে বিভিন্ন বিষয়ের জন্য নিয়োগ করা হবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগ করা হলেও আপনি আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য চাকরিটি করতে পারেন।
কোন কোন পদে গেস্ট টিচার নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, কোন বিষয়ের জন্য কয়টি শূন্যপদ রয়েছে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত তথ্যগুলি এক এক করে জেনে নিন।
WB Adibasi Kalyan Daptar Guest Teacher Recruitment
পদের নাম: গেস্ট টিচার (Guest Teacher)
যে সমস্ত বিষয়ের গেস্ট টিচার নিয়োগ করা হবে:
- জীবন বিজ্ঞান (TGT)
- ফিজিকস (TGT)
- কেমিস্ট্রি (TGT)
- গণিত (TGT)
- গণিত (PGT)
- বাংলা (TGT)
- ইতিহাস (TGT)
- এডুকেশন (PGT)
মাসিক বেতন: ১২ হাজার টাকা
বয়সসীমা: 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 38 বছরের মধ্যে থাকতে হবে। OBC, ST, SC শ্রেণীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোন ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট বিষয়ে BA/ B.Sc/ M.A/M.Sc পাস করতে হবে। সেই সাথে B.Ed কোর্স সম্পূর্ণ থাকতে হবে।
শূন্যপদ: প্রতিটি বিষয়ের জন্য 1 টি করে মোট 8 টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া:
একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট বিষয়ের জন্য গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে।
চাকরির ধরন:
সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্য গেস্ট টিচার পদের চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) একটি আবেদনের ফর্ম ফিলাপ করে তার সাথে দরকারি ডকুমেন্টস জুড়ে দিয়ে পিডিএফ (PDF) বানিয়ে সেটি একটি ইমেলে পাঠাতে হবে।
(2) আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে দেওয়া আছে।
(3) তাই যারা গেস্ট টিচার পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
(4) এরপর বিজ্ঞপ্তির 5 নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
(5) ফর্ম প্রিন্ট করার পর সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে এবং দরকারি সমস্ত ডকুমেন্টস গুলিকে একসাথে নিয়ে একটি পিডিএফ (PDF) বানাতে হবে।
(6) সবশেষে আবেদনপত্রের পিডিএফ ফাইলটি নিচের দেওয়া ইমেইল আইডিতে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেল:
আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে:
- বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট।
- বাসস্থানে প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার মার্কশীট।
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
- মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 26.09.2022 |
আবেদন শুরু | 26.09.2022 |
আবেদন শেষ | 14.10.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে ১৫০ কোটির SSC চাকরি দুর্নীতিতে ১৬ জনের নাম উঠে এলো
🎯 রাজ্যের MJN সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ