কেন্দ্রীয় সরকারের কৃষি এবং কিষান কল্যাণ দফতর, ICAR এর সল্টলেক অফিসে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ন তথ্য গুলি জেনে নিন।
নোটিশ নম্বর: Kol/EF/Jalpaiguri
নোটিশ প্রকাশের তারিখ: 10.04.2023
যে পদে নিয়োগ হবে
ইয়ং প্রফেশনাল-I (Young Professional-I)
শূন্যপদের সংখ্যা
1 টি শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের-
1) Agricultural Sciences/ Engineering/Technology তে গ্র্যাজুয়েট হতে হবে।
2) ন্যাচারাল রিসোর্স ম্যাপিং এবং ম্যানেজমেন্ট সম্পর্কিত জিওইনফরমেটিক্সের জ্ঞান থাকতে হবে।
3) GIS software ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
21 বছর থেকে 45 বছর অবধি সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন এর পরিমান
প্রার্থীকে মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
মে-ডিসেম্বর, 2023, আট মাসের জন্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান
নির্বাচিত প্রার্থীকে- ICAR-NBSS&LUP, Regional Centre, Block-DK, Sector-II, Salt Lake, Kolkata-700091, এই অফিসে পোস্টিং দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের নিজেদের বায়োডেটা, পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্রের একটি PDF কপি ইমেল করতে হবে নীচের মেল আইডিতে।
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেল
[email protected] অথবা [email protected]।
আবেদনের সময়সীমা
18/04/2023 ইমেল মারফত আবেদনপত্র পাঠানোর শেষ দিন।
ইন্টারভিউয়ের সময় এবং স্থান
ICAR-NBSS&LUP, Regional Centre Kolkata, Sector-II, Block-DK, Salt Lake City, Kolkata-700091, এই ঠিকানাতে 19.04.2023 তারিখে 10.00 a.m থেকে ওয়াক ইন ইন্টারভিউ শুরু হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের কৃষি দফতরের কেন্দ্রে স্থায়ী অনেকগুলি পদে চাকরি
- ২০২৩ সালে আবার কি প্রাইমারি টেট হচ্ছে?
- রাজ্যের রামকৃষ্ণ মিশনে ক্লার্ক এবং টিচিং স্টাফ নিয়োগ
- HLL লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি, ১৮ এপ্রিল অবধি আবেদন