রাজ্যের গ্রামীণ উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন | WB Rural Development Recruitment 2023

WB Rural Development Recruitment 2023

রাজ্যের সমস্ত বেকার যুবতীদের জন্য সুখবর। রাজ্যের আসানসোল গ্রাম পঞ্চায়েতের তরফে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলার মহিলারা এখানে আবেদনযোগ্য। এখানে চুক্তিরভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 1652/DMMU/PB

নোটিশ প্রকাশের তারিখ- 31.08.2023

যে পদে নিয়োগ হবে

কমিউনিটি রিসোর্স পারসন / Community Resource Person

মোট শূন্যপদ

এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের –

(1) মহিলা হতে হবে।

(2) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

(3) পান্ডবেশ্বরের বাসিন্দা হতে হবে।

(4) আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে।

(5) মোবাইল ফোন ব্যবহারে দক্ষ হতে হবে।

বয়সসীমা

25 থেকে 45 বছর বয়সী সকল যোগ্য সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, গ্রুপ টাস্ক এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে হাতে করে ড্রপ করে আসতে হবে বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠানোর ঠিকানা

BDO office pandabeswar

আবেদনের সময়সীমা

14.09.2023 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।

প্রয়োজনীয় নথি

1. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ

2. বাসিন্দার প্রমাণ

3. কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে)।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে চাকরি

👉 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ

👉 NIA তে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো

👉 রাজ্যে আয়ুশ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 এই সমস্ত প্রাইমারি শিক্ষকদের চাকরির বাতিলের ভয় নেই, সরকার নিল বড় পদক্ষেপ

Previous article425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে চাকরি, মাসিক বেতন 27 হাজার 500 টাকা
Next articleWBP লেডি কনস্টেবল প্রিলি প্রশ্নপত্র ২০২৩ | WBP Lady Constable Preli Question Paper PDF 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here